
পরিচ্ছন্ন পরিবেশ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা উচিত। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বা না ফেলার সঙ্গে আমাদের পরিবেশগত ও স্বাস্থ্যগত সুরক্ষা এবং ঝুঁকি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত। ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেললে তা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। প্লাস্টিক, পলিথিনজাতীয় অপচনশীল ময়লা-আবর্জনা বছরের পর বছর মাটিতে অবিকৃত অবস্থায় থাকতে পারে।
এগুলো পরবর্তী সময়ে মাটির উর্বরতা নষ্ট করে, যা কৃষিজমিতে উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। এটি আমাদের খাদ্যনিরাপত্তার জন্য ইতোমধ্যে মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। নালা, ড্রেন বা খালের মধ্যে ময়লা-আবর্জনা জমে যাওয়ার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। যা শহরাঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি করে। যেখানে-সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবেশের পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর।
ময়লার স্তূপ থেকে মশা, মাছি এবং অন্যান্য পোকামাকড়ের প্রজনন বৃদ্ধি পায়, যা ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। পাশাপাশি আবর্জনার দুর্গন্ধ জনজীবনকে অতিষ্ঠ করে তোলে এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশকে সুরক্ষিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলি- একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।
মাহমুদুল আলম খান মাহিন
কৃষি অনুষদ; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[email protected]