ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

ইসলামে তথ্য যাচাই ও সুরক্ষানীতি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ এএম
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
ইসলামে তথ্য যাচাই ও সুরক্ষানীতি
তথ্য সুরক্ষার গ্রাফিক্স। ফ্রিপিক

বর্তমানে হাতের মুঠোয় প্রযুক্তি। যেকোনো তথ্য মুহূর্তে ছড়িয়ে দেওয়া যায়। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে করা যায় ভাবের আদান-প্রদান ও তথ্যের বিনিময়। ফলে মানুষের জীবনযাত্রা হয়েছে সহজ ও সাবলীল। তবে একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ মানুষকে তুমুল বিভ্রান্ত করছে। প্রতিনিয়ত বিপদে ফেলছে। ব্যক্তিগত তথ্য কিংবা অন্যের যেকোনো তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। তথ্য প্রকাশ করে মানুষকে বিপদে ফেলা বা গুজব ছড়ানো গুনাহ। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ-ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাকো...।’ (সুরা হুজুরাত, আয়াত: ১২) 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ৪৩নং ধারা অনুযায়ী ব্যক্তির গোপনীয়তার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের ১২নং অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ব্যক্তি কখনোই অন্য এক ব্যক্তির গোপনীয়তা, পারিবারিক বিষয়, বাসস্থান বা যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো পদক্ষেপও নিতে পারবে না। ইসলামে ব্যক্তিগত ও অন্যের তথ্য সুরক্ষা করা ঈমানি দায়িত্ব। মানুষের দোষ খুঁজে বলে বেড়ানো পাপ। এতে মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হয়। মুয়াবিয়া (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তুমি যদি মানুষের গোপনীয় বিষয় জানার জন্য পেছনে লাগো। তাদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে কিংবা অন্তত বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।’ (আবু দাউদ, হাদিস: ৪৮৮৮)


ব্যক্তিজীবনের কোনো তথ্যই মূল্যহীন নয়; বরং সময়ের পরিক্রমায় অতি সামান্য তথ্যও আপনাকে ঘায়েল করার গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে। তাই সব সময় নিজের গোপনীয় বিষয় সংরক্ষণে সতর্ক থাকতে হবে। অন্যের গোপনীয় বিষয় প্রকাশ করা যাবে না। কারও গোপনীয়তা নষ্ট হয়, এমন কাজে জড়ানো যাবে না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়োপ্রাপ্ত হয়নি, তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময়ে অনুমতি গ্রহণ করে...।’ (সুরা নুর, আয়াত: ৫৮) কারও গোপনীয় বিষয় সন্ধান করা থেকে সতর্ক করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে লোকজন! যারা মুখে ঈমান এনেছ, কিন্তু এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গোপনীয় বিষয় খুঁজে বেড়িও না। যে মুসলিমদের দোষ-ত্রুটি তালাশ করে বেড়াবে আল্লাহ তার দোষ-ত্রুটির অন্বেষণে লেগে যাবেন। আর আল্লাহ যার ত্রুটি তালাশ করেন তাকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে ছাড়েন।’ (আবু দাউদ, হাদিস: ৪৮৮০)


সমাজে শান্তি-শৃঙ্খলা ও অপরাধীর সঠিক শাস্তির বিধানের জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে অপরাধীর সব তথ্য প্রকাশ করার জন্য ইসলামে নির্দেশ রয়েছে। আল্লাহ বলেন, ‘যখন তাদের কাছে নিরাপত্তার কিংবা ভয়ের কোনো সংবাদ আসে, তখন তারা তা রটিয়ে দেয়। যদি তারা তা রাসুলের কিংবা তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের গোচরে আনত, তবে তাদের মধ্য থেকে তথ্যানুসন্ধানীরা প্রকৃত তথ্য জেনে নিত। যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা না থাকত, তবে তোমাদের অল্পসংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুসরণ করত।’ (সুরা নিসা, আয়াত: ৮৩)


আজকাল প্রযুক্তির সহজলভ্যতায় আমরা খুব সহজে নানাবিধ তথ্য পাই। তথ্য পেলেই প্রথমে যাচাই করতে হবে। এর সত্যতা নিশ্চিত করতে হবে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে—যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)
যাচাই না করে সংবাদ প্রচার করা নিজেকে মিথ্যাবাদী হিসেবে পরিচিত করার বহিঃপ্রকাশ।  তথ্য পেলেই যাচাই করা ছাড়া প্রচারের নিন্দা করেছেন আল্লাহতায়ালা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তরের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)

লেখক : সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বইয়ের সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
বইয়ের সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি
মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী আহমাদ গালিবের ছবি। সংগৃহীত

আহমাদ গালিব মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী। কওমি মাদরাসার পাঠ্যবই, অনুবাদ, ইতিহাস, পরকাল ভাবনা ইত্যাদি বিষয়ের বই প্রকাশ করে বেশ সুনাম করেছেন তিনি। ইসলামি প্রকাশনাশিল্পে উদাহরণ সৃষ্টি করেছেন। তার প্রকাশক হওয়ার গল্প, মানসম্মত বই প্রকাশে ভূমিকা, পাঠকদের জন্য বইমেলায় চমক, ইসলামি বইয়ের জাগরণের ক্ষেত্রে করণীয় ও তরুণ লেখক-প্রকাশকদের সম্পর্কে কথা বলেছেন খবরের কাগজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রায়হান রাশেদ

খবরের কাগজ: আপনি প্রকাশক হলেন কেন? 
আহমাদ গালিব: লেখালেখি, বই পাঠ, বই কেনা ছোটবেলা থেকেই নেশার মতো ছিল। বইয়ের প্রতি ভালোবাসার জায়গা থেকেই ক্রমে প্রকাশক হয়ে উঠেছি। 

খবরের কাগজ: মানসম্মত বই প্রকাশে আপনাদের ভূমিকা কেমন?
আহমাদ গালিব: মাকতাবাতুল ইসলাম মানসম্পন্ন বই প্রকাশের ক্ষেত্রে অগ্রপথিক দাবি করার মতো একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এই প্রতিষ্ঠানের স্লোগান হলো ‘সেরা মুদ্রণ ও প্রকাশনার অগ্রপথিক’। এই স্লোগানটি শুধু মুখের ভাষা আর লেখায় সীমিত না রেখে মাকতাবাতুল ইসলাম কাজেও পরিণত করে দেখিয়েছে। ইসলামি প্রকাশনায় আমরাই সর্বপ্রথম সাদা কাগজকে ভিন্ন কালার করে ব্যবহার শুরু করি, যা সাদা কাগজের চেয়ে অধিক দৃষ্টিনন্দন।

খবরের কাগজ: এবারের মেলায় আপনারা কোন ধরনের বই বেশি আনছেন? পাঠকদের জন্য কী চমক থাকছে।
আহমাদ গালিব: ইতিহাস, পরকাল ভাবনা, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বই প্রকাশিত হতে যাচ্ছে। 

খবরের কাগজ: ইসলামি বইয়ের জাগরণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
আহমাদ গালিব: ইসলামি বইয়ের জাগরণের ক্ষেত্রে আমি মনে করি, বই প্রদর্শনী কিংবা বইয়ের মেলা আয়োজন বেশ ফলপ্রসূ হবে। এই মেলা যদি প্রতিটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা যায়, তাহলে ৫৬ হাজার বর্গ মাইলের মধ্যে ইসলামি বইয়ের ব্যাপক প্রসার ঘটবে। 

খবরের কাগজ: তরুণ লেখক-প্রকাশকদের জন্য আপনার অভিজ্ঞতালব্ধ পরামর্শ প্রত্যাশা করছি।
আহমাদ গালিব: তরুণ লেখকদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা বাংলা ভাষাটাকে নিজেদের ভেতরে আরও বেশি করে ধারণ করুন। বাংলা ভাষার রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং প্রতিনিয়ত চর্চা অব্যাহত রাখুন। প্রকাশকরা শুধু টাকার দিকে না তাকিয়ে সৃজনশীলতা ও বিষয়বস্তুর বস্তুনিষ্ঠতা নিশ্চিত করুন।

সচ্চরিত্র গঠনের গাইডলাইন ‘ইসলামে বিয়ে তালাক ও সচ্চরিত্র রূপরেখা’ বই

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম
সচ্চরিত্র গঠনের গাইডলাইন ‘ইসলামে বিয়ে তালাক ও সচ্চরিত্র রূপরেখা’ বই
ইসলামে বিয়ে তালাক ও সচ্চরিত্রের রূপরেখা বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

চারিত্রিক পবিত্রতা ও শুচি-শুভ্রতা মানুষের অমূল্য রত্ন। এতে মানবমুকুটের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। এর মূল্যায়নে মানবতার সৌন্দর্য বিকশিত হয় আর অবমূল্যায়নে হয় মানবতার অপমান। মানুষের অন্য গুণাবলির মতো ইসলাম চারিত্রিক পবিত্রতা ও শুভ্রতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। চমৎকার ঢঙ্গে ও অপূর্ব শৈলীতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে এবং এমন পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করেছে, যার অনুসরণে রয়েছে সচ্চরিত্র রক্ষার পূর্ণ নিশ্চয়তা।

বস্তুগত উন্নতি মানুষকে আধ্যাত্মিকতা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে যে, চারিত্রিক ও মানবিক গুণাবলির আজ কোনো কদর নেই। তাই আজ পৃথিবী অশ্লীলতা, পাপাচার ও অনাচারের আখড়ায় পরিণত হয়েছে। এমন নাজুক পরিস্থিতিতে প্রয়োজন চারিত্রিক পবিত্রতা ও শুচি-শুভ্রতা সম্পর্কিত চিরন্তন কল্যাণের ধর্ম ইসলামের আদর্শ নীতিমালা পেশ করার। তাতে হয়তো মুসলিমদের গাফলতের ঘোর কাটবে, অশ্লীলতার কদর্যতা ও পাপাচারের ভয়াবহতার কথা ভেবে বিরত থাকবে। খ্যাতিমান লেখক শায়খ মুহাম্মাদ জফিরুদ্দিন সময়ের এ অনিবার্য প্রয়োজন উপলব্ধি করে ইসলামের ইফফত-ইসমত সম্পর্কিত নীতিমালাগুলো নিয়ে অনবদ্য বই ইসলামে বিয়ে তালাক ও সচ্চরিত্রের রূপরেখা রচনা করেছেন।

জীবনের সর্বক্ষেত্রে ইসলাম যেমন সব প্রান্তিকতা দূরে ঠেলে মানুষকে তার স্বভাব-বৈশিষ্ট্যের ওপর তুলে দিয়েছে, প্রবৃত্তির চাহিদা পূরণের বেলায়ও মানুষের সব বাড়াবাড়ি ও অন্যায় অনাচার শুধরে দিয়েছে। তাকে বাতলে দিয়েছে একটি সুন্দর, স্বাভাবিক ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সেই সুন্দর ব্যবস্থাপত্রটি পাঠকের সামনে তুলে ধরেছেন লেখক। 

ইসলামপূর্ব যুগে নারীদের অবস্থা, তাদের ইজ্জত-আব্রুর নিরাপত্তাহীনতা; নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা, তাদের ইজ্জত-আব্রু হেফাজতের ব্যবস্থা। ইসলামের বিধান অগ্রাহ্য করার পরিণাম, চারিত্রিক পবিত্রতা রক্ষায় বিয়ের গুরুত্ব। বিয়ে-বিমুখতার কুফল, বিয়ের উদ্দেশ্য ও চারিত্রিক পবিত্রতা—এসব বিষয়ে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে। তা ছাড়া ইসলামে ইফত-ইসমতের গুরুত্ব; চারিত্রিক শুচিতা রক্ষায় একাধিক বিয়ের ভূমিকা; বিয়ে-ইচ্ছুকদের দায়িত্ব ও কর্তব্য; বিয়ের আগে কনে দেখা। প্রাপ্তবয়স্ক হলে বিয়ের হুকুম ও অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনা রয়েছে।

বইটি লিখেছেন শায়খ জফিরুদ্দিন (রহ.)। অনুবাদ করেছেন মাওলানা ইবরাহিম খলিল। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল ইসলাম। ৩৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৪০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল ইসলাম থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে

বই: ইসলামে বিয়ে তালাক ও সচ্চরিত্রের রূপরেখা
লেখক: শায়খ জফিরুদ্দিন (রহ.)
অনুবাদ: মাওলানা ইবরাহিম খলিল
প্রকাশক: মাকতাবাতুল ইসলাম 
পৃষ্ঠা সংখ্যা: ৩৬৮
মুদ্রিত মূল্য: ৬৪০ টাকা
মোবাইল: ০১৯১২-৩৯৫৩৫১

 

জীবনঘনিষ্ঠ নানাবিধ সমস্যা থেকে উত্তোরণের উপায় আছে ‘সমাধান’ বইয়ে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
জীবনঘনিষ্ঠ নানাবিধ সমস্যা থেকে উত্তোরণের উপায় আছে ‘সমাধান’ বইয়ে
সমাধান বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

সমস্যা হলো এমন সংকট, দুর্যোগ, বিপর্যয় এবং কঠিন পরিস্থিতি, যা একজন ব্যক্তি তার জীবনে বয়ে বেড়ান নানা ক্ষেত্রে নানা প্রয়োজনে। এতে বেদনাক্রান্ত হয় তার অন্তর। ব্যথিত হয় আত্মা। বিষণ্ন হয় মন-মেজাজ। বিশ্রামকে করে তুলে উদ্বিগ্ন। তবুও এটি জীবনের স্থির ও অপরিবর্তনীয় নিয়ম। এটিকে ডিঙানো দুঃসাধ্য। এ থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেতে প্রয়োজন আল্লাহর সাহায্য। আল্লাহর কাছে সব সমস্যার সমাধানের জন্য সাহায্য চাইতে হবে। দোয়া করতে হবে। অনেক বিষয়ের সমাধান খুঁজে নিতে কষ্ট হয় আমাদের, এমন কিছু বিষয় আছে, যেগুলোর সঠিকতার জ্ঞান আমাদের নেই; অথচ বিষয়টি সমাধান কিংবা সঠিকটি জানা আমাদের জন্য অপরিহার্য—জীবনঘনিষ্ঠ অনেক সমস্যার সমাধান জানার বই ড. আয়েজ আল-কারনির লেখা সমাধান গ্রন্থটি। 
এ বইয়ে বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ, তার রাসুল (সা.) বিশেষজ্ঞ আলেম, ফকিহ ও মুহাদ্দিস এবং উসুলবিদ ও মুফাসসিরদের উদ্ধৃতিতে নানা সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। কুড়িয়ে আনা হয়েছে ইতিহাসশ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ বরেণ্য মনীষীদের অমীয় উক্তিমালা। পরিবেশিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও দার্শনিকদের মূল্যবান বাণীগুলো।

সমাধান বইটি নিবাসে হবে আপনার একজন অকৃত্রিম বন্ধু। প্রবাসে অন্তরঙ্গ সুহৃদ। বইটি আপনার হাতে থাকা মানে আপনার সঙ্গে একজন প্রাজ্ঞ বিদ্বান থাকা, যিনি আপনাকে পরামর্শ দেবেন। একজন সংবাদদাতা থাকা, যিনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন। একজন সতর্ককারী থাকা, যিনি ধরিয়ে দেবেন আপনার ভুল। একজন পিতা থাকা, যিনি আপনাকে শিষ্টাচার শেখাবেন। একজন অভিভাবক থাকা; যিনি সমৃদ্ধ করবেন আপনাকে। একজন ওয়ায়েজ থাকা, যিনি শোনাবেন দ্বীনি কথা। একজন দার্শনিক থাকা, যিনি চিন্তার বীজ বুনে দেবেন আপনার মন-মস্তিষ্কে। অভিজ্ঞ চিকিৎসক থাকা, যিনি আপনার চিকিৎসা করাবেন। একজন কবি থাকা, যিনি শোনাবেন কবিতা। আর একজন খতিব থাকা, যিনি আপনাকে শোনাবেন ভাষণ।

বইটি সম্পর্কে লেখক ড. আয়েজ আল-কারনি বলেন, ‘আমি একটি সমৃদ্ধ সুরেলা উদ্যান হিসেবে গড়ে তোলার প্রয়াস পেয়েছি। যেখানে রয়েছে নির্মলতা, আনুগত্য ও ভ্রাতৃত্ব। যার প্রতি জোড়া নির্মল বৃক্ষে রয়েছে সুস্বাদু ফল, সুন্দর ফুল, শীতল ছায়া এবং মোহনীয় সৌরভ, যা আমি বেছে নিয়েছি নবিদের মিরাস, আলেম, জ্ঞানী, কবি, লেখক এবং চিকিৎসকদের কাছ থেকে। সুতরাং এ এক মহৎ প্রাপ্তি ও ইবাদত। একটি স্মৃতিস্মারক ও একটি গালিচা। একটি মেহরাব ও একটি বিদ্যালয়। একটি উদ্যান ও একটি আদালত। একটি মিম্বার ও একটি গাইডবুক, যা দীর্ঘ ৬০ বছরের অভিজ্ঞতার সংক্ষিপ্তসার। বরেণ্য মনীষীদের খোলা চিঠি। এর প্রতিটি পাতা আমি মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছি। ফুলেল সৌরভে তুলে দিচ্ছি আপনার হাতে। সুতরাং সন্তুষ্টচিত্তে এটি গ্রহণ করুন। আল্লাহ আমার-আপনার পেরেশানি দূর করে দিন।’ 

বইটি লিখেছেন ড. আয়েজ আল-কারনি। অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দীক। বইটি প্রকাশ করেছে অর্পণ প্রকাশন। ৪৭২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৪০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি অর্পণ প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে

বই: সমাধান
লেখক: ড. আয়েজ আল-কারনি
অনুবাদ: কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশক: অর্পণ প্রকাশন 
পৃষ্ঠা সংখ্যা: ৪৭২
মুদ্রিত মূল্য: ৬৪০ টাকা
মোবাইল: ০১৯১১-৬২০৪৪৭

লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক

 

 

আত্মোন্নয়ন ও সমসাময়িক সামাজিক চিন্তাভাবনা নিয়ে কাজ করছি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ এএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ এএম
আত্মোন্নয়ন ও সমসাময়িক সামাজিক চিন্তাভাবনা নিয়ে কাজ করছি
উমেদ প্রকাশনের প্রকাশক মুহাম্মাদ হোসাইনের ছবি। সংগৃহীত

মুহাম্মাদ হোসাইন উমেদ প্রকাশনের প্রকাশক। এর মধ্যে ইসলামি জ্ঞান, ইতিহাস, আত্মোন্নয়ন ও সমসাময়িক সামাজিক বিষয়ে বই প্রকাশ করে বেশ সুনাম করেছেন। তিনি কেন প্রকাশক হলেন, কোন ধরনের বই প্রকাশে তিনি আগ্রহী, ইসলামি বইয়ের পাঠক বৃদ্ধি, লেখক-প্রকাশকের সম্পর্ক কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়ে কথা বলেছেন খবরের কাগজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রায়হান রাশেদ 

খবরের কাগজ: আপনি প্রকাশক হলেন কেন?
মুহাম্মাদ হোসাইন: সত্যি বলতে আমি প্রকাশনা জগতে সচেতনভাবে আসিনি। প্রুফরিডিং, সম্পাদনা ইত্যাদি কাজের সুবাদে আমি অল্প অল্প করে যুক্ত হই। পরে অনলাইন বুকশপের সুবাদে এতে আরও জড়িয়ে পড়ি। এক সময় সাহস করে বই প্রকাশ করা শুরু করি। এখন তো প্রকাশনাই জীবনের মূল ব্যস্ততা।

খবরের কাগজ: ইসলামি বইয়ের পাঠক দিন দিন বাড়ছে বলে কী আপনি মনে করেন?
মুহাম্মাদ হোসাইন: হ্যাঁ, আমি মনে করি ইসলামি বইয়ের পাঠকসংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্তমান সময়ে মানুষ ধর্মীয় জ্ঞানার্জনে আগ্রহী হচ্ছে এবং ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে চাচ্ছে। সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে অনেকেই সঠিক ধর্মীয় জ্ঞান লাভের জন্য নির্ভরযোগ্য বইয়ের দিকে ঝুঁকছে। তবে এটাও সত্য, যে পরিমাণ বই বিক্রি হচ্ছে, সে অনুপাতে পাঠক তৈরি হচ্ছে না। অনেকের জন্য বই সংগ্রহ করা একটা শখের ব্যাপার হয়ে গেছে। পাশাপাশি স্ক্রিন-নির্ভরতাও একটা কারণ। মানুষের স্ক্রিনটাইম বেড়েই চলছে। স্মার্টফোন মানুষের অবসর সময়গুলো গ্রাস করে নিচ্ছে। এর প্রভাব পাঠাভ্যাসের ওপরও পড়ছে।

খবরের কাগজ: আপনার প্রকাশনী সম্পর্কে কিছু বলুন। কী ধরনের বই প্রকাশে আপনারা আগ্রহী? 
মুহাম্মাদ হোসাইন: আমাদের মূল আগ্রহ হলো, জীবনের প্রায়োগিক দিকগুলো নিয়ে কাজ করা। তাত্ত্বিক দিকগুলো আমরা দ্বিতীয় পর্যায়ে রাখতে চাই। মানুষের আজকের দিনের প্রয়োজনগুলো আমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি। বাচ্চা লালন-পালন, সাংসারিক সম্পর্ক, বিয়ের প্রস্তুতি, যুবকদের কর্মমুখী করা থেকে শুরু করে জীবনের প্রতিটি পদে পদে ইসলামকে ধারণ করা ও চর্চা করার দিকে ফোকাস করে কাজ করি আমরা। আমরা ইসলামি জ্ঞান, আত্মোন্নয়ন ও সমসাময়িক সামাজিক চিন্তাভাবনা নিয়ে কাজ করছি।

খবরের কাগজ: মানসম্মত বই প্রকাশে আপনাদের ভূমিকা কেমন?
মুহাম্মাদ হোসাইন: আমরা বইয়ের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিই। বই নির্বাচনের সময় আমরা বিষয়বস্তু, লেখকের দক্ষতা, ভাষার গুণগত মান এবং পাঠকদের চাহিদা বিবেচনা করি। পাশাপাশি সুন্দর ডিজাইন, মানসম্মত মুদ্রণ ও সহজবোধ্য উপস্থাপনার মাধ্যমে পাঠকদের হাতে একটি পরিপূর্ণ বই তুলে দেওয়ার চেষ্টা করি। তথ্যের নির্ভরযোগ্যতা আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। তাই প্রতিটি বই একাধিকবার সম্পাদনা করা হয়ে থাকে।

খবরের কাগজ: লেখক-প্রকাশকের সম্পর্ক কেমন হওয়া উচিত?
মুহাম্মাদ হোসাইন: লেখক-প্রকাশকের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও স্বচ্ছতার ভিত্তিতে হওয়া উচিত। লেখকের সৃজনশীলতাকে মূল্যায়ন করা এবং তার লেখার যথাযথ মর্যাদা দেওয়া প্রকাশকের দায়িত্ব। একইভাবে লেখকেরও উচিত, প্রকাশনার নীতি ও দিকনির্দেশনা মেনে চলা। এ সম্পর্ক যদি পারস্পরিক আস্থা ও পেশাদারত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তা হলে পাঠকদের জন্য উৎকৃষ্ট মানের বই উপহার দেওয়া সম্ভব।

 

একুশে গ্রন্থমেলায় নতুন বই

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম
একুশে গ্রন্থমেলায় নতুন বই
একুশে গ্রন্থমেলায় ইসলামি নতুন ২০টি বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

জমে উঠেছে বইমেলা। নতুন বইয়ের মধুর ঘ্রাণ বিমোহিত করছে সবাইকে। নবীন-প্রবীণ লেখক পাঠকদের সরব উপস্থিতি মুখর করছে মেলা প্রাঙ্গণ। অন্যান্য বইয়ের পাশাপাশি ইসলামবিষয়ক বইও আছে মেলাজুড়ে। প্রতিদিনই আসছে নতুন বই। ২০টি ইসলামি নতুন বইয়ের পরিচিতি তুলে ধরা হয়েছে 

 

ইসলামী বিধিবিধান

লেখক: . খালিদ হোসেন

প্রকাশক: বিশ্বকল্যাণ পাবলিকেশন্স

বইমেলা স্টল: ৫০৭

পৃষ্ঠা সংখ্যা: ৫৬০

মুদ্রিত মূল্য: ৬০০ টাকা

মোবাইল: ০১৯১৩-০৫৩৩৭৪

 

মাহে রমযানের ২৭ আমল

লেখক: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশক: আস-সুন্নাহ ফাউন্ডেশন

বইমেলা স্টল: ৭৯৬-৭৯৭

পৃষ্ঠা সংখ্যা: ৪৮

মুদ্রিত মূল্য: ৬৫ টাকা

মোবাইল: ০১৭৭১-০১০৬১০

 

এক নজরে কুরআন

লেখক: . মিজানুর রহমান আজহারি

প্রকাশক: সত্যায়ন প্রকাশন

বইমেলা স্টল: ৮১৩-৮১৪

পৃষ্ঠা সংখ্যা: ৬০৮

মুদ্রিত মূল্য: ১৮৭০ টাকা

মোবাইল: ০১৯৬৮-৮৪৪৩৪১

 

উসওয়াতুন হাসানা

প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)

লেখক: মিরাজ রহমান

প্রকাশক: সুলতানস

বইমেলা স্টল: ২২৪

পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪

মুদ্রিত মূল্য: ৭০০ টাকা

মোবাইল: ০১৮১০-০১১১২৫

 

উমরাহ সফরের গল্প

লেখক: আরিফ আজাদ

প্রকাশক: সুকুন পাবলিশিং

বইমেলা স্টল: ২৯

পৃষ্ঠা সংখ্যা: ১৮৪

মুদ্রিত মূল্য: ৩৩০ টাকা

মোবাইল: ০১৮১৯-৮৮৭৭৫৫

 

মানাকিবে আহলে বাইত

লেখক: . মুহাম্মদ আরিফুর রহমান

প্রকাশক: বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি.

বইমেলা স্টল: ৩৭৩-৩৭৪

পৃষ্ঠা সংখ্যা: ২৪০

মুদ্রিত মূল্য: ৩৮০ টাকা

মোবাইল: ০১৮১৪-৭২১৫৯৭

 

দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড

লেখক: মোজাম্মেল হোসেন ত্বোহা

প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশন্স

বইমেলা স্টল: ৫১৭-৫১৮

পৃষ্ঠা সংখ্যা: ২৪৮

মুদ্রিত মূল্য: ৩২০ টাকা

মোবাইল: ০১৭১০১৯৭৫৫৮

 

যেসব কাজ করতে মানা

লেখক: মাহমুদ বিন নূর

প্রকাশক: রাইয়ান প্রকাশন

বইমেলা স্টল: ২৮৬

পৃষ্ঠা সংখ্যা: ১৪৪

মুদ্রিত মূল্য: ২২০ টাকা

মোবাইল: ০১৮১০-০৪৭৭৬৩

 

নবীজির প্রিয় ১০০

লেখক: মুফতি আবদুল্লাহ তামিম

প্রকাশক: তাজদিদ পাবলিকেশন

বইমেলা স্টল: ১৬১

পৃষ্ঠা সংখ্যা: ২২০

মুদ্রিত মূল্য: ৪০০ টাকা

মোবাইল: ০১৬০০-৩৫১৭০৬

 

হাফেজ্জী হুজুরের রাজনীতি

লেখক: মাহমুদুল হাসান সাগর

প্রকাশক: ইলহাম

বইমেলা স্টল: ২৬৯

পৃষ্ঠা সংখ্যা: ১৫০

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

মোবাইল: ০১৭৬৩-৫৪৫৪৬৩

 

ঘরের শত্রু

লেখক: শাইখ . হানি আস-সিবায়ী

অনুবাদক: তাইব হোসেন

প্রকাশক: পেনফিল্ড পাবলিকেশন

পৃষ্ঠা সংখ্যা: ৮০

মুদ্রিত মূল্য: ১৪৩ টাকা

মোবাইল: ০১৪০৭-০৫৬৯৬১

 

সুখী যদি হতে চাও

লেখক: মুফতী তাকী উসমানী

অনুবাদক: আবুজারীর মুহাম্মাদ আবদুল ওয়াদুদ

প্রকাশক: নাশাত পাবলিকেশন

বইমেলা স্টল: ২৮৭

পৃষ্ঠা সংখ্যা: ১৯২

মুদ্রিত মূল্য: ২৮০ টাকা

মোবাইল: ০১৭১২-২৯৮৯৪১

 

রাহে সুন্নাত

লেখক: সারফরাজ খান সফদার

অনুবাদক: মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রকাশক: ইত্তিহাদ পাবলি.

বইমেলা স্টল: ৯৭

পৃষ্ঠা সংখ্যা: ২৬৪

মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা

মোবাইল: ০১৮৪৩-৯৮৪৯৮৪

 

মোবাইল ফোনে বিয়ে তালাক

লেখক: শিব্বির আহমদ উসমানী

অনুবাদক: মুহাম্মাদ মিযানুর রহমান তালুকদার

প্রকাশক: রাহনুমা প্রকাশনী

বইমেলা স্টল: ৪৬৯-৪৭০

পৃষ্ঠা সংখ্যা: ১৯৮

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

মোবাইল: ০১৭৭৫-৪০২০১৫

 

সুফিয়াম

লেখক: হুসাইন আহমদ

প্রকাশক: পুনরায় প্রকাশন

বইমেলা স্টল: ৭৮১

পৃষ্ঠা সংখ্যা: ৪৮

মুদ্রিত মূল্য: ১০০ টাকা

মোবাইল: ০১৪০১-২০১২৪৩

 

ছোটদের আসমাউল হুসনার গল্প

লেখক: আফসানা মিমি

প্রকাশক: তারুণ্য প্রকাশন

বইমেলা স্টল: ২২৪

পৃষ্ঠা সংখ্যা: ১০০ ( খণ্ড) 

মুদ্রিত মূল্য: ৭০০ টাকা

মোবাইল: ০১৯৭৯-৪৫৬৭২০ 

 

শারাবান তাহুরা

লেখক: মাসউদুর রহমান

প্রকাশক: নতুন বিন্যাস

বইমেলা স্টল: ২৮৬

পৃষ্ঠা সংখ্যা: ৪৮

মুদ্রিত মূল্য: ১৮০ টাকা

মোবাইল: ০১৮২৪-৪৫৭৯৫৭

 

কোরআনে বর্ণিত পশু-পাখির গল্প

লেখক: আমিনুল ইসলাম হুসাইনী

প্রকাশক: শিশুরাজ্য

বইমেলা স্টল: ৮৫০-৮৫১

পৃষ্ঠা সংখ্যা: ৮০

মুদ্রিত মূল্য: ১৬০ টাকা

মোবাইল: ০১৭২১-৬৩৫৪৫২

 

শেখ সাদীর কথাগুলি

লেখক: আব্দুল্লাহ আফফান

প্রকাশক: চৈতন্য

বইমেলা স্টল: ৬০৭-৬০৮

পৃষ্ঠা সংখ্যা: ৪০

মুদ্রিত মূল্য: ১৮০ টাকা

মোবাইল: ০১৯৩১-৪০৮৩৪৭

 

খেজুরগাছের কান্না

লেখক: মুহিব্বুল্লাহ কাফি

প্রকাশক: চিলেকোঠা পাবলিকেশন

বইমেলা স্টল: ৩৪২

পৃষ্ঠা সংখ্যা: ৪৮

মুদ্রিত মূল্য: ২৫০ টাকা

মোবাইল: ০১৮৩০-০১৭১৯৬