ইসলামের অধিকাংশ বিধান নারী-পুরুষ সবার জন্য একই রকম। তবে নারী-পুরুষের সৃষ্টিগত ভিন্নতা ও বৈশিষ্ট্যের কারণে কিছু ব্যাপারে পার্থক্য রয়েছে। তবে মৌলিক বিশ্বাস ও বিধান পালনের ক্ষেত্রে সবাই সমান। নারী-পুরুষ উভয়ের জন্য গায়রে মাহরামের সঙ্গে পর্দা করা ফরজ। পর্দার সঙ্গে মাহরাম ও গায়রে মাহরামের সম্পর্কের বিষয়টি জড়িত।
পুরুষের জন্য ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম। তাদের সঙ্গে দেখা করা জায়েজ। এখানে তালিকা দেওয়া হলো—
১. মা
২. দাদি, নানি ও তাদের ওপরের সবাই
৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যাসন্তান
৪. সহোদর, বৈমাত্রেয় (সৎমায়ের মেয়ে) ও বৈপিত্রেয় (সৎবাবার মেয়ে) বোন
৫. বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন
৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি
৭. মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন
৮. ভাতিজি অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যাসন্তানরা
৯. ভাগ্নি অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যাসন্তানরা
১০. দুধমেয়ে (স্ত্রীর দুধ পান করেছে এমন), সেই মেয়ের মেয়ে, দুধছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কোনো কন্যাসন্তান এবং দুধছেলের স্ত্রী
১১. দুধ মা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা
১২. দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যাসন্তান। অর্থাৎ দুধ সম্পর্ককে রক্তসম্পর্কের মতোই গণ্য করতে হবে
১৩. ছেলের স্ত্রী
১৪. এমন দুই নারীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না। যেমন- স্ত্রীর বোন, খালা, ফুফু।
নারীর জন্য ১৪ শ্রেণির পুরুষের সঙ্গে দেখা করা যাবে। তাদের তালিকা এখানে দেওয়া হলো—
১. বাবা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষ
২. সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই
৩. শ্বশুর, আপন দাদাশ্বশুর ও নানাশ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষ। ৪. আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত পুত্রসন্তান এবং কন্যাসন্তানদের স্বামী
৫. স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র
৬. ভাতিজা, ভাগিনা তথা সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই ও বোনের ছেলে এবং তাদের অধস্তন ছেলে
৭. আপন চাচা অর্থাৎ বাপের সহোদর, বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই
৮. আপন মামা তথা মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই
৯. দুধ সম্পর্কীয় ছেলে, ওই ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুত্রসন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী
১০. দুধ সম্পর্কীয় বাবা, চাচা, মামা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষ
১১. দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত পুত্রসন্তান
১২. শরিয়ত অনুমোদিত বৈধ স্বামী
১৩. যৌনশক্তিহীন এমন বৃদ্ধ, যার মাঝে নারীদের প্রতি কোনো আকর্ষণ নেই আবার নারীদের তার প্রতি কোনো আকর্ষণ নেই
১৪. অপ্রাপ্তবয়স্ক এমন বালক, যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। (সুরা নিসা, আয়াত: ২৩; সুরা আহজাব, আয়াত: ৫৩-৫৫; সুরা নুর, আয়াত: ৩০-৩১; তাফসিরে মারেফুল কোরআন, ২/২৫৬-৩৬১, ৬/৪০১-৪০৫)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদরাসা, মধুপুর