স্বপ্নে সিজদা করতে দেখা সফলতার ইঙ্গিত। এ ছাড়া ওই গুনাহ থেকে তওবার আলামত যাতে সে লিপ্ত রয়েছে। তদ্রূপ মারাত্মক বিপদ থেকে উদ্ধার, দীর্ঘ জীবনপ্রাপ্তি এবং সম্পদে সফলতা লাভেরও আলামত বহন করে। পাহাড়ে আল্লাহকে সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অত্যন্ত কৃপণ বা শক্তিশালী লোকের ওপর সফলতা লাভ করবে। গায়রুল্লাহকে (আল্লাহ ছাড়া অন্য কাউকে) সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টার প্রয়োজন কখনো মিটবে না। যুদ্ধরত থাকলে পরাজয় বরণ করবে। ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে।
সালাম ও তাশাহহুদ: নামাজে দাঁড়িয়ে রুকু না করতেই নামাজের সময় শেষ হয়ে গেছে দেখলে স্বপ্নদ্রষ্টা ফরজ জাকাত আদায় করবে না। বরং তাতে বাধা দেবে। যদি দেখে নামাজ পড়ছে আর মধুপান করছে, তা হলে সে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করবে। বসে তাশাহহুদ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার দুশ্চিন্তা দূর হবে। আশা পূরণ হবে। যদি দেখে নামাজ পূর্ণ করে সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হয়ে গেছে, তা হলে সে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে।
বাম দিক ছাড়া শুধু ডান দিকে সালাম ফিরাতে দেখলে স্বপ্নদ্রষ্টার কিছু কাজ পূর্ণ ও কল্যাণকর হবে। পক্ষান্তরে ডানদিক ছাড়া শুধু বাম দিকে সালাম ফিরাতে দেখলে স্বপ্নদ্রষ্টার কিছু অবস্থা দুর্দশার কারণ হবে।
কেবলা: কেবলার দিকে নামাজ পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার দীন দৃঢ় হওয়ার লক্ষণ। পক্ষান্তরে কেবলা বাদ দিয়ে শুধু পশ্চিম দিকে নামাজ পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার গুনাহের ওপর দুঃসাহস এবং দ্বীনে দুর্বল হওয়ার আলামত। কেননা কেবলা বাদে শুধু পশ্চিম (দিক) হলো ইহুদিদের কেবলা। তারা শনিবারেও (জুমার দিন) মাছ ধরার মতো অপকর্মের দুঃসাহস দেখিয়েছে। পূর্ব দিকে নামাজ পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার বেদয়াতি হওয়া এবং অন্যায় কাজে ব্যস্ত থাকার লক্ষণ। কেননা পূর্ব দিক হলো খ্রিস্টানদের কেবলা। কেবলার দিকে পিঠ দিয়ে নামাজ পড়তে দেখা, কোনো কবিরা গুনাহর কারণে স্বপ্নদ্রষ্টা ইসলামকে পেছনে ফেলে দেওয়ার আলামত। যদি দেখে কেবলার দিক সঠিকভাবে নির্ণয় করতে পারছে না, তা হলে বুঝতে হবে সে তার কাজকর্ম সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছে। যদি কেউ সাদা কাপড় পরিধান করে কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়তে দেখে এবং কোরআন যেভাবে পড়া ফরজ, সেইভাবেই পড়তে দেখে, তা হলে স্বপ্নদ্রষ্টার হজের তাওফিক হবে। আল্লাহ বলেন, ‘তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন, সে রয়েছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১১৫)
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম ও সাংবাদিক