সিআইএ এজেন্ট-১: গুপ্তচর ধরা পড়েছে।
সিআইএ এজেন্ট-২: হুম।
সিআইএ এজেন্ট-১: ইন্টারোগেট শুরু করব?
সিআইএ এজেন্ট-২: ইয়াপ। ইশটার্ট।
এক ঘণ্টা পর...
সিআইএ এজেন্ট-১: গুপ্তচর খুবই টাফ।
সিআইএ এজেন্ট-২: কেন?
সিআইএ এজেন্ট-১: এক ঘণ্টা গরম রুমের ভেতরে আটকায় রাখছি।
সিআইএ এজেন্ট-২: আউটপুট?
সিআইএ এজেন্ট-১: নাই। মিচকা হাসি দিতাছে।
সিআইএ এজেন্ট-২: নেক্সট লেভেলে যাও।
আধা ঘণ্টা পর...
সিআইএ এজেন্ট-১: কাহিনি খারাপ।
সিআইএ এজেন্ট-২: কেন?
সিআইএ এজেন্ট-১: দুই ঘণ্টা কেমিক্যাল মেশানো পানিতে চুবাইছি
সিআইএ এজেন্ট-২: আউটপুট?
সিআইএ এজেন্ট-১: পানি থেকে উঠানোর পর এক গ্লাস ওই পানি খাইতে চাইছে
সিআইএ এজেন্ট-২: নেক্সট লেভেল।
দুই ঘণ্টা পর...
সিআইএ এজেন্ট-১: টাফেস্ট এজেন্ট এভার সিন... অমানুষিক ধৈর্য।
সিআইএ এজেন্ট-২: কেন!
সিআইএ এজেন্ট-১: মাথার কাছে একই প্রশ্ন কয়েক হাজারবার করলাম।
সিআইএ এজেন্ট-২: তারপর?
সিআইএ এজেন্ট-১: পিটাইলাম। পায়ে চাপ দিলাম বুট দিয়ে। আঙুলে চাপ দিলাম। সারা রাত বাইরে জঙ্গলে মসকিটোর ভেতরে ফেলে রাখছি। নো স্লিপ, নো বাথ। নো আউটপুট।
সিআইএ এজেন্ট-২: তাকে আমার কাছে নিয়ে আসো।
সিআইএ এজেন্ট-১: ওকে।
এজেন্ট ও গুপ্তচর
সিআইএ এজেন্ট: তুমি কীভাবে নিজেকে এভাবে ট্রেইন করেছ।
গুপ্তচর: লোল। আইএম ফ্রম বাংলাদেশ।
সিআইএ এজেন্ট: তো কী হইছে?
গুপ্তচর: এক ঘণ্টা লোডশেডিংয়ে থাকা পানিভাত, আমরা এককালে এক ঘণ্টা পরপর লোডশেডিংয়ে থাকতাম ৪৫ ডিগ্রি তাপমাত্রায়। আমরা ছোটবেলা থেকেই ফরমালিনে অভ্যস্ত। আমরা হেন কোনো জিনিস নাই যাতে কেমিক্যাল মিশাই না। চুন, ইটের গুঁড়া সব খেয়ে অভ্যস্ত। দুধ থেকে দই, সবকিছুতে আমরা ভেজাল মিশাই। আমার মনে হয় ফরমালিনেও ভেজাল মেশাব কিছুদিন পর।
আর ধৈর্য ব্রেক করার জন্য একই প্রশ্ন করা? আমরা উত্তরা থেকে ধানমন্ডি পৌঁছাই সাড়ে তিন ঘণ্টার জ্যামে। তোমরা এক গিগা মুভি নামাও চার-পাঁচ মিনিটে। আমরা নামাই পুরা রাইতে, তাও আটকায়। সো আমাদের ধৈর্য নিয়া প্রশ্ন করার অবকাশ নাই।
আর বাই দ্য ওয়ে, আমি তুরাগ এবং ছয় নম্বর বাসের নিয়মিত যাত্রী। বুটের গুঁতা কিংবা কনুইয়ের গুঁতা ইভেন বাসের হাতল ধরতে গিয়া উষ্টা খাইয়া রাস্তায় প্রায় অন্য গাড়ির চাক্কার নিচে পড়া অহরহ ব্যাপার। দুই-তিন ঘণ্টা জ্যামে বাসে দাঁড়ায় থাকা ওয়ান টুর মামলা।
ফাইনালি মশার ভেতরে ফেলে রেখে আমাকে আবেগতাড়িত করে ফেলেছ। আমার তখন দেশের কথা মনে পড়েছে।
তোমাদের এক এজেন্ট বারবার নৃশংসতার হুমকি দিতেছিল। আমাদের বাসে আগুন দিলে কয়েকজন মরে যায় চোখের সামনে, আমরা রাতে ভাত খেয়ে পরের দিন অফিসে যাই। ককটেল গ্রেনেড ফাটে, টিয়ার শেলের ধোঁয়া চারদিক, বিকেলে আমরা সিনেপ্লেক্স মুভি দেখি।
সিআইএ এজেন্ট: হু আর ইউ রিয়েলি।
গুপ্তচর: সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছ।
সিআইএ এজেন্ট: ফিল আপ দিস ফর্ম।
গুপ্তচর: কীসের ফর্ম?
সিআইএ এজেন্ট: তোমারে আজ থিকা সিআইএর ট্রেইনার হিসেবে নিয়োগ দিলাম।
কলি