যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পদ বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো শুধু আলঙ্কারিক বা আনুষ্ঠানিক কোনো পদ নয়। বরং এটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এবং বিশ্বেও নানা ধরনের প্রভাব পড়ে ওই পদে কে বসেছেন, তার ভিত্তিতে। যুক্তরাষ্ট্র বর্তমানে ৪৬তম প্রেসিডেন্টের আমল পার করছে।
চলুন জেনে নেওয়া যাক এর আগে কারা কত সালে ছিলেন এ পদে-
১৭৮৯ সাল
১৭৮৯ সালের নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট। তাকে তৎকালীন ১৩টি অঙ্গরাজ্যের মধ্যে ১০টির ইলেক্টররা নির্বাচিত করেন। জর্জ ওয়াশিংটন ছিলেন যুক্তরাষ্ট্রের বিপ্লবী যুদ্ধ চলাকালীন কনটিনেন্টাল আর্মির কমান্ডার।
১৭৯২ সাল
১৭৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও সর্বসম্মতিতে বিজয়ী হন জর্জ ওয়াশিংটন। তবে খুব একটা সানন্দে নয়। নানা ধরনের শারীরিক জটিলতার কারণে প্রথম মেয়াদের শেষ দিকেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কয়েকজন উপদেষ্টা ও নেতা সে সময় অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে ঝুঁকি নিতে রাজি হননি। স্থিতিশীলতা রক্ষায় ওয়াশিংটনই ছিলেন তাদের পছন্দ।
১৭৯৬ সাল
যুক্তরাষ্ট্রে ১৭৯৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ফেডারেলিস্ট জন অ্যাডামস। আর পরাজিত হন ডেমোক্র্যাটিক-রিপাবলিকান টমাস জেফারসন। ১৭৯৬ সালের নির্বাচন থেকেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের নির্বাচন শুরু হয়। ১৭৮৯ ও ১৭৯২ সালের নির্বাচনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তিনি কোনো দলের ছিলেন না। তবে তার শাসনামলেই দুটো ধারার একটি উত্থান দেখা যায়। ১৭৯১ সালে এর একটি পরিণত হয় ফেডারেলিস্ট পার্টি হিসেবে। আর টমাস জেফারসনের অধীনে আরেকটি দল হয়। সেটির নাম হয় ডেমোক্র্যাটিক-রিপাবলিকান পার্টি।
১৮০০ সাল
যুক্তরাষ্ট্রের ১৮০০ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন টমাস জেফারসন। তিনি সেবার জন অ্যাডামসকে পরাজিত করেন এবং যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নাম লেখান।
১৮০৪ সাল
১৮০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টমাস জেফারসন ফেডারেলিস্ট প্রার্থী চার্লস সি পিনকনেকে পরাজিত করে জয়ী হন। এ সময় পর্যন্ত ইলেক্টোরাল কলেজের ইলেক্টররা দুজন প্রার্থীকে ভোট দিতেন। তবে কে প্রেসিডেন্ট বা আর কে ভাইস প্রেসিডেন্ট হবেন তা তারা উল্লেখ করতেন না। দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হতেন। সেবার এ নিয়মে সমস্যা হয়। জেফারসন ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অ্যারন বারের ভোট সমান-সমান হয়ে যায়। পরে এর সমাধান করা হয়।
১৮০৮ সাল
যুক্তরাষ্ট্রের ১৮০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাটিক-রিপাবলিকান প্রার্থী জেমস ম্যাডিসন। তিনি ফেডারেলিস্ট চার্লস কোটসওর্থ পিনকনেকে পরাজিত করেন। সে সময় একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারবেন না, এরকম কোনো নিয়ম ছিল না। তবে টমাস জেফারসন নিজে থেকে পুনরায় নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।
১৮১২ সাল
যুক্তরাষ্ট্রের ১৮১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেউইট ক্লিনটনকে পরাজিত করে বিজয়ী হন জেমস ম্যাডিসন। তিনিও। ডেমোক্র্যাটিক-রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন ফিউশন পার্টির প্রার্থী। ক্লিনটন ৮৯টি ইলেক্টোরাল ভোট পান। আর ম্যাডিসন পান ১২৮টি।
১৮১৬ সাল
এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাটিক-রিপাবলিকান পার্টির প্রার্থী জেমস মনরো। তিনি পরাজিত করেন ফেডারেলিস্ট রুফাস কিংকে। জেমস পেয়েছিলেন ১৮৩টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে তার প্রতিপক্ষ পেয়েছিলেন ৩৪টি।
১৮২০ সাল
১৮২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো বিজয়ী হন জেমস মনরো।
১৮২৪ সাল
সে বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন জন কুইন্সি অ্যাডামস। তাকে হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচিত করা হয়। সেবার পপুলার ভোটে অ্যান্ড্রু জ্যাকসন বিজয়ী হলেও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন।
১৮২৮ সাল
১৮২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাট অ্যান্ড্রু জ্যাকসন। তিনি ন্যাশনাল রিপাবলিকান পার্টির জন কুইন্স অ্যাডামসকে পরাজিত করেন। ১৮২৮ সালের নির্বাচনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময় থেকে রাজনৈতিক প্রচার শুরু হয়। দেশটিতে রাজনৈতিক দলগুলোর ভিতও শক্ত হয় এ সময় থেকেই।
১৮৩২ সাল
১৮৩২ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অ্যান্ড্রু জ্যাকসন বিজয়ী হন। তিনি ন্যাশনাল রিপাবলিকান প্রার্থী হেনরি ক্লে-কে পরাজিত করেন। জ্যাকসন পেয়েছিলেন ২১৯ ইলেক্টোরাল ভোট। আর ক্লে পেয়েছিলেন ৪৯টি।
১৮৩৬ সাল
১৮৩৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ডেমোক্র্যাট মার্টিন ভ্যান বুরেন।
১৮৪০ সাল
১৮৪০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন উইলিয়াম হেনরি হ্যারিসন। তিনি হুইগ পার্টির প্রার্থী ছিলেন। ডেমোক্র্যাট প্রার্থী মার্টিন ভ্যান বুরেন পরাজিত হন এ নির্বাচনে।
১৮৪৪ সাল
এ নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জেমস কে পল্ক। তিনি হুইগ পার্টির প্রার্থী হেনরি ক্লে-কে পরাজিত করেন। ক্লে ভোট পেয়েছিলেন ১০৫টি। আর পল্ক বিজয়ী হয়েছিলেন ১৭০টি ইলেক্টোরাল ভোট পেয়ে।
১৮৪৮ সাল
যুক্তরাষ্ট্রের এই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন হুইগ পার্টির জ্যাকারি টেইলর। তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী লুইস কাসকে পরাজিত করেন।
১৮৫২ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৫২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাট ফ্র্যাঙ্কলিন পিয়ার্স। তিনি হুইগ পার্টির প্রার্থী উইনফিল্ড স্কটকে পরাজিত করেন।
১৮৫৬ সাল
১৮৫৬ সালের নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাট জেমস বুকানন। তিনি রিপাবলিকান পার্টির জন সি ফ্রেমন্টকে পরাজিত করেন। বুকানন পেয়েছিলেন ১৭৪টি ভোট। ফ্রেমন্ট পেয়েছিলেন ১১৪টি ভোট।
১৮৬০ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৬০ সালের নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান পার্টির আব্রাহাম লিঙ্কন। তিনি সাউদার্ন ডেমোক্র্যাট জন সি ব্রেকিনরিজ, ডেমোক্র্যাট স্টিফেন এ ডগলাস এবং কনস্টিটিউশনাল ইউনিয়ন প্রার্থী জন বেলকে পরাজিত করেন।
১৮৬৪ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৬৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জর্জ বি ম্যাকক্লেলানকে পরাজিত করে বিজয়ী হন আব্রাহাম লিঙ্কন।
১৮৬৮ সাল
১৮৬৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট হোরাশিও সেমোরকে পরাজিত করে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী উলিসেস এস গ্র্যান্ট।
১৮৭২ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৭২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাটিক পার্টির হোরাস গ্রিলিকে পরাজিত করে বিজয়ী হন রিপাবলিকান পার্টির ইউলিসিস এস গ্রান্ট।
১৮৭৬ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৭৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রাদারফোর্ড বি হেইস। তিনি ডেমোক্র্যাট স্যামুয়েল জে. টিলডেনকে পরাজিত করেন।
১৮৮০ সাল
১৮৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান পার্টির জেমস এ. গারফিল্ড। তিনি পরাজিত করেন ডেমোক্র্যাট উইনফিল্ড স্কট হ্যানকককে।
১৮৮৪ সাল
১৮৮৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন ডেমোক্র্যাট গ্রোভার ক্লিভল্যান্ড। তিনি রিপাবলিকান জেমস জি ব্লেইনকে পরাজিত করেন।
১৮৮৮ সাল
১৮৮৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ডকে পরাজিত করে বিজয়ী হন রিপাবলিকান বেঞ্জামিন হ্যারিসন।
১৮৯২ সাল
যুক্তরাষ্ট্রের ১৮৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন গ্রোভার ক্লিভল্যান্ড। তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী বেঞ্জামিন হ্যারিসনকে পরাজিত করেন।
১৮৯৬ সাল
এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট-পপুলিস্ট উইলিয়াম জেনিংস ব্রায়ানকে পরাজিত করে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী উইলিয়াম ম্যাকিনলে।
১৯০০ সাল
১৯০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট উইলিয়াম জেনিংস ব্রায়ানকে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী উইলিয়াম ম্যাকিনলে।
১৯০৪ সাল
১৯০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন থিওডোর রুজভেল্ট। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাল্টন বি পার্কারকে পরাজিত করেন।
১৯০৮ সাল
রিপাবলিকান পার্টির উইলিয়াম হাওয়ার্ড টাফট জয়ী হন। তিনি ডেমোক্র্যাট জেনিংস ব্রায়ানকে পরাজিত করেন।
১৯১২ সাল
১৯১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন ডেমোক্র্যাট উইড্রো উইলসন। তিনি বেল মুস (প্রগ্রেসিভ) পার্টির প্রার্থী ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে পরাজিত করেন। পরাজিত করেন ক্ষমতাসীন উইলিয়াম হাওয়ার্ড টাফটকেও।
১৯১৬ সাল
১৯১৬ সালের নির্বাচনে রিপাবলিকান চার্লস ইভান হিউসকে পরাজিত করেন উইড্রো উইলসন।
১৯২০ সাল
১৯২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ওয়ারেন জি হার্ডিং। তিনি ডেমোক্র্যাট জেমস এম কক্সকে পরাজিত হন।
১৯২৪ সাল
১৯২৪ সালের নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির ক্যালভিন কুলিজ। তিনি পরাজিত করেন জন ডব্লিউ ডেভিসকে।
১৯২৮ সাল
এ বছরের নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান হার্বার্ট হুভার। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আলফ্রেড ই স্মিথকে পরাজিত করেন।
১৯৩২ সাল
১৯৩২ সালের নির্বাচনে রিপাবলিকান হার্বার্ট হুভারকে পরাজিত করে বিজয়ী হন ডেমোক্র্যাট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট।
১৯৩৬ সাল
১৯৩৬ সালের নির্বাচনেও বিজয়ী হন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী অ্যালফ লন্ডনকে পরাজিত করেন।
১৯৪০ সাল
১৯৪০ সালের নির্বাচনেও রুজভেল্ট জয়ী হন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রচলিত ধারা ভাঙেন তিনি। তিনিই ছিলেন তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট।
১৯৪৪ সাল
এ নির্বাচনে জিতে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন রুজভেল্ট। তিনি রিপাবলিকান পার্টির টমাস ই ডেওয়েকে পরাজিত করেন।
১৯৪৮ সাল
ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হ্যারি এস ট্রুম্যান জয়ী হন। তার কাছে পরাজিত হন রিপাবলিকান টমাস ই ডেওয়ে।
১৯৫২ সাল
যুক্তরাষ্ট্রের ১৯৫২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট অ্যাডলাই ই স্টিভেনসনকে হারিয়ে নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান ডোয়াইট ডি আইজেনহাওয়ার।
১৯৫৬ সাল
১৯৫৬ সালের নির্বাচনে আইজেনহাওয়ারের কাছে দ্বিতীয়বারের মতো পরাজিত হন অ্যাডলাই ই. স্টিভেনসন।
১৯৬০ সাল
ওই বছরের নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সনকে স্বল্প ব্যবধানে হারিয়ে বিজয়ী হন ডেমোক্র্যাট জন এফ কেনেডি। তিনি ছিলেন বিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
১৯৬৪ সাল
১৯৬৪ সালের নির্বাচনে রিপাবলিকান ব্যারি গোল্ডওয়াটারকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক পার্টির লিন্ডন বি জনসন। তিনি বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলেন।
১৯৬৮ সাল
যুক্তরাষ্ট্রের ১৯৬৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হন রিচার্ড নিক্সন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হুবার্ট এইচ হামফ্রেকে পরাজিত করেন।
১৯৭২ সাল
এ নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন রিচার্ড নিক্সন। তিনি ডেমোক্র্যাট জর্জ ম্যাকগভর্নকে পরাজিত করেন। এ মেয়াদেই নিক্সনের বিরুদ্ধে ওয়াটারগেট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। পরে তিনি ১৯৭৪ সালে পদত্যাগ করেন। নিক্সনই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি এমনটি করেছিলেন।
১৯৭৬ সাল
১৯৭৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জিমি কার্টার।
১৯৮০ সাল
১৯৮০ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট জিমি কার্টারকে পরাজিত করে বিজয়ী হন রিপাবলিকান পার্টির রোনাল্ড রিগান।
১৯৮৪ সাল
রোনাল্ড রিগান ১৯৮৪ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৮ সাল
ডেমোক্র্যাট মাইকেল ডুকাকিসকে পরাজিত করে ১৯৮৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ এইচ ডব্লিউ বুশ।
১৯৯২ সাল
১৯৯২ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বিল ক্লিনটন নির্বাচনে বিজয়ী হন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশকে পরাজিত করেন।
১৯৯৬ সাল
১৯৯৬ সালের মার্কিন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হন বিল ক্লিনটন। এ নির্বাচনে পরাজিত হন রিপাবলিকান পার্টির বব ডোল।
২০০০ সাল
পপুলার ভোটে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আল গোরের কাছে পরাজিত হন জর্জ ডব্লিউ বুশ। তবে ইলেক্টোরাল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
২০০৪ সাল
২০০৪ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ডব্লিউ বুশ। তিনি ডেমোক্র্যাট জন কেরিকে পরাজিত করেন।
২০০৮ সাল
যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বারাক ওবামা। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন তিনি। ওবামা ছিলেন প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
২০১২ সাল
২০১২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন বারাক ওবামা। সেবার যুক্তরাষ্ট্র নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল। বিশেষ করে অর্থনৈতিক সংকট ছিল প্রবল।
২০১৬ সাল
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। হিলারি ক্লিনটন সেবার পপুলার ভোটে বিজয়ী হয়েছিলেন।
২০২০ সাল
কোভিড মহামারির মধ্যেই ভোটের তোড়জোড় শুরু হয় যুক্তরাষ্ট্রে। এ নির্বাচনে বিজয়ী হন ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন।
২০২৪ সাল
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপের ফল আমলে নিলে দুই জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা।