‘স্যার, আমার তো উকিল নাই। আমি রিকশা চালাই। স্যাররেও (আদালতকে) কইছি। আমারে তিন দিনের রিমান্ডে দিয়া দিসে! আমি কী করমু?’ এভাবেই পুলিশ সদস্যদের কাছে আকুতি জানাচ্ছিলেন মো. সোহেল। ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ভবনের সিঁড়ি দিয়ে নামতে নামতে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া পুলিশ সদস্যদের কাছে কথাগুলো বলছিলেন সোহেল।
এ সময় তার ডান চোখ ছলছল করে ওঠে (তার বাম চোখ নেই)।
জানা গেছে, সোহেলের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশা চালান তিনি। তাকে ধরে এনে সোমবার (২৯ জুলাই) আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার ঘটনায় করা মামলাগুলোর আরেক আসামি মোহাম্মদ সাদ্দাম।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আদালতের সামনে তার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে খবরের কাগজের কথা হয়।
তিনি বলেন, ‘আমার ছেলে একটা (বেসরকারি) কোম্পানিতে চাকরি করে। সে কোনো রাজনীতি করে না। তারে ডিবি ধইরা নিয়া আসছে। আমরা মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে থাকি। তারে গিয়া জিজ্ঞেস করেন, আমার ছেলেদের (লুঙ্গিসহ মলিন কাপড় পরা আরেক ছেলেকে দেখিয়ে) ব্যাপারে একটা খারাপ শব্দও শুনবেন না।’
এ সময় আরেক আসামির স্বজন রাজিয়া খাতুন খবরের কাগজকে বলেন, ‘আমার ভাই সাংবাদিক। মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় নিউজ করেছেন। এখন মাদক কারবারিরা টাকা দিয়ে আমার ভাইকে মোহাম্মদপুর থানার একটা রাজনৈতিক মামলায় জড়িয়ে দিয়েছে। মোহাম্মদপুরের মাদক কারবারি অসির আলম, বশির মোল্লা, পুলিশের ইনফরমার সাকিল, আজিজ, কালু, এরশাদ মোল্লা, নিয়াজ, মেহতাব মোল্লা, রহিমা, ইশরাত পারভীন, গাঞ্জা রানী ও তার মেয়ে শারমিন বিহারি ক্যাম্প এলাকায় মাদকের কারবার করে। আগে-পরে তাদের নিয়া নিউজ করছিল বলে এখন একই মামলায় আমার ভাইরেও আসামি করেছে।’
এ সময় তিনি তার তার ভাইয়ের একটি পরিচয়পত্র দেখান। তাতে লেখা আছে, ‘মো. তাহের আহমেদ তাহীর, চিফ এডিটর, তদন্ত চিত্র।’
প্রসঙ্গত, সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত ২৫ জনের রিমান্ড মঞ্জুর করেন এবং ২০০ জনকে কারাগারে পাঠান। এ ছাড়া আরও ২৫ জনকে জরিমানা করে ছেড়ে দেন। আদালতে দায়িত্বরত পুলিশের ওসি (হাজত) মুরাদ হোসেন সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নাশকতার অভিযোগে গত ১৫ দিনে সারা দেশ থেকে ১৪ হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া অন্য পাঁচজন হলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ দিনের রিমান্ড (রাজধানীতে সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায়) শেষে এদিন তাদের আদালতে হাজির করে বিটিভি ভবনে আগুনের মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দেন আদালত।
শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন মহসিন মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তারা। শুনানিতে তারা বলেন, ‘এসব আসামি আগে এক মামলায় রিমান্ডে ছিলেন। তারা সুস্থ অবস্থায় রিমান্ডে গেলেন। আজ (সোমবার) কী অবস্থা! হাঁটতে পারেন না, চলতে পারেন না। বলা হয়, বিএনপি আন্দোলন করেছে। এখন তো বিএনপি নেই। তারপরও ছাত্ররা মাঠে নেমেছেন। এখনো কী বিএনপির ওপর দায় চাপাবেন? আমরা তাদের রিমান্ড বাতিলের আবেদন করছি। প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’
একপর্যায়ে আদালত শিমুল বিশ্বাসের বক্তব্য শোনেন। তিনি বলেন, ‘আমি এক মাস ঢাকার বাইরে ছিলাম। ১৯ জুলাই শুক্রবার ঢাকায় ফিরি। পাবনাতে একটা সেমিনারে স্পিকার হিসেবে ছিলাম। আমি বাংলাদেশের নাগরিক। দেশ আমাদের। আইনের শাসনের প্রতি আমরা সবাই ওয়াদাবদ্ধ।’
তিনি বলেন, ‘রিমান্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে। আপনার (বিচারক) দৃষ্টি আকর্ষণ করছি।’
শিমুল বিশ্বাস রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘এখন আমরা একটা পক্ষে আছি, সরকারপক্ষ আরেকটা পক্ষে আছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশে আইনের শাসন চাই। আমরা অপর পক্ষে (সরকার) গেলে আপনাদের প্রতি ভালোবাসা সমভাবে থাকবে।’
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীতে সরকারি আরেক স্থাপনা সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের রিমান্ডে চেয়ে পুলিশের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সারা দেশে নাশকতার অভিযোগে ব্লক রেড ও চিরুনি অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ৩ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে র্যাবের অভিযানে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিএমপিতে ২৪৩ মামলায় এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করে। গত ১৫ দিনে সারা দেশ থেকে ১৪ হাজারের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে গ্রেপ্তার ব্যক্তিরা অনেকে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে দাবি পুলিশের।
কোটা আন্দোলন ঘিরে নাশকতায় ডিএমপিতে ২৪৩ মামলা, গ্রেপ্তার ২৮২২
কোটা সংস্কার আন্দোলনে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৪৩টি। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২৪৩টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ডিএমপি গ্রেপ্তার করেছে ২ হাজার ৮২২ জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সারা দেশে র্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে ঢাকাসহ সারা দেশে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। আরও জানানো হয়েছে, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।
এর আগে এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ সারা দেশে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।