এক দশক পর আইপিএলের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তৃতীয় শিরোপা জিতে বেশ বড় অঙ্কের পুরস্কার পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যক্তিগতভাবেও একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার ক্রিকেটাররা।
ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলগুলোর জন্য বরাদ্দকৃত মোট অংশগ্রহণ ফি ছিল সাড়ে ৪৬ কোটি ভারতীয় রুপি। চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি। আর রানার্সআপ দল পেয়েছে ১২.৫ কোটি রূপি। ২০২৩ সালের আইপিএলেও একই প্রাইজমানি ছিল।
৭ কোটি রূপি পেয়েছে তৃতীয়স্থানে থেকে আইপিএল শেষ করা রাজস্থান রয়্যালস এবং চতুর্থস্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে গেছে ৬.৫ কোটি রূপি।
এবারের আসরে সর্বোচ্চ ৭৪১ রান করে করেছেন বিরাট কোহলি। সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছিলেন হার্ষিত প্যাটেল। অরেঞ্জ ও পার্পল ক্যাপ জেতা এইন দুই ক্রিকেটার পেয়েছেন ১০ লাখ রুপি করে।
এবারের আইপিএলে একইসাথে টুর্নামেন্ট সেরা ও ফ্যান্টাসি ইলাভেনের সেরা খেলোয়াড়ের পুরষ্কারক জিতেছেন সুনিল নারিন। দুই পুরস্কারের সুবাদে নারিন পেয়েছেন মোট ২০ লাখ রুপি।
ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিচেল স্টার্ক পেয়েছেন ৬ লাখ রূপি। তাছাড়া সবচেয়ে বেশি ডট বল, সবচেয়ে বেশি চার ও সবচেয়ে বেশি ছক্কার জন্য ১ লাখ রুপি করে পেয়েছেন হর্ষিত রানা, রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।
আর হায়দরাবাদের নিতীশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন ১২ লাখ রুপি অর্থ পুরস্কার।