প্রথমবারের মতো কোপায় অংশ নিয়েই বাজিমাত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা। পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে নাম লিখিয়ে নিয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (৭ জুন) টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫ শটে ম্যাচের ভাগ্য নির্ধারণ না হলে ম্যাচ যায় সাডেন ডেথে। ষষ্ঠ শট ভেনেজুয়েলা মিস করলেও ভুল করেননি কানাডার ইসমায়েল কোনে। এরপরই প্রথমবারের মতো কোনো বড় প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দে মাতে কানাডা।
মাত্র ৬ ম্যাচ আগেই কানাডার দায়িত্ব নেওয়া মার্কিন কোচ জেসে মার্শ কোয়ার্টার ফাইনালের তুলে জানান দেন নিজের ও দলের সামর্থ্যের। কোয়ার্টার ফাইনালেও ম্যাচের শুরুতে গোলের দেখা পায় কানাডাই। ম্যাচের ১৩তম মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে লিড নিয়ে নেয় তারা।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে কানাডা। অবশেষে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক সলোমন রন্ডন। ৪০ গজ দূর থেকে চিপ করে বোকা বানান কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রিপিউকে।
কিন্তু, টাইব্রকারে গিয়ে ক্রিপিয় হয়ে ওঠেন ভেনেজুয়েলার ত্রাস। ঠেকিয়ে দেন দুটি শট। এর মধ্যে দ্বিতীয়টি ঠেকান সাডেন ডেথ চলাকালে। সাডেন ডেথে ভেনেজুয়েলার শট তিনি ঠেকিয়ে দেওয়ার পরে কানাডার হয়ে শট নিতে এসে সফল হন ইসমায়েল কোনে। তার নেওয়া শটেই প্রথমবার কোপায় অংশ নিয়েই ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কানাডা।
আগামী বুধবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আরও একবার কোপার বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কানাডা।