প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসেই সেমিফাইনালে নাম লিখিয়েছে কানাডা। ফাইনাল উঠতে না পারলেও নিজেদের ফুটবল ইতিহাসে এই কীর্তি অবস্থান করবে অনন্য উচ্চতায়। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হারার পরও।
প্রায় জিতেই গিয়েছিল তারা উরুগুয়ের বিপক্ষেও। কিন্তু শেষ বাঁশি বাজার আগে উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ গোল করে ফেরালেন ম্যাচে সমতা। ২-১ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচকে আনলেন ২-২ স্কোরলাইনে। সেই ম্যাচ গড়ালো টাইব্রেকারে।
ভাগ্য পরীক্ষার সেই লড়াইয়ে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করলেও উরুগুয়ে সবগুলো শটই জালে জড়িয়েছে।
টাইব্রেকারেও শেষ শটটি নিয়েছিলেন লুইস সুয়ারেজ। তার নেওয়া শটেই জয় এবারের কোপায় তৃতীয় স্থান নিশ্চিত হয় উরুগুয়ের। তাদের জয় টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে।
ম্যাচের শুরুতেও এগিয়ে ছিল উরুগুয়েই। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা।
পিছিয়ে পড়লেও বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরিতে উরুগুয়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে তারা। ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কানাডা।
এরপর একের পর এক আক্রমণ চালায় দুই দলই। কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। ৮০ মিনিটে কানাডার জোনাথন ডেভিডের গোল ইতিহাস জন্মের স্বপ্ন দেখালেও তাদের সেই স্বপ্ন ভেঙে দেন লুইস সুয়ারেজ।