মাঠে নামার আগেই জানা ছিল ৬ পয়েন্ট কেটে রেখেছে ফিফা। ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়েই এই পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা কানাডা নারী দলের। তাই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়ার পরও তাদের ৩ পয়েন্ট কেটে রাখা হয়েছিল। গতকাল ফ্রান্সকেও ২-১ গোলে হারিয়ে বাকি ৩ পয়েন্টও কাটা গেল কানাডা নারী দলের।
ম্যাচটি ছিল ১-১ গোলের সমতায়। সেখান থেকে যোগ করা সময়ের ১২তম মিনিটে ভ্যানেসা জাইলস গোল করে জয়ের স্বাদ দিলেও তাতে কোনো কাজ হয়নি। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট কাটা পড়লো।
কানাডার হয়ে জয়সূচক গোল করা ভ্যানেসা জাইলস ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’
ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির অনুশীলনে ড্রোন পাঠানোর দায়ে কেবল পয়েন্ট কর্তন নয়, কানাডা কোচ বেভ প্রিয়েস্টমানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। দলের অ্যানালিস্ট জোসেফ লমবারডি আটক হয়েছেন।
কানাডার সামনে শেষ আটে খেলার সম্ভাবনা অবশ্য এখনো আছে। দুই ম্যাচ জেতার পরও তাদের পয়েন্ট শূন্য। তবে এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। কানাডার লক্ষ্য এখন বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রাখা।