টোকিও অলিম্পিকেও ঝড় তুলেছিলেন পুলে। এবার তুললেন প্যারিসে। গত অলিম্পিকে গড়া নিজের রেকর্ড ভেঙে এবার ১৫০০ মিটার ফ্রি স্টাইলেও স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। আর তাতে ইতিহাসের অংশ হয়ে গেছেন মার্কিন এই সাঁতারু।
প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩০ সেকেন্ড। ২৭ বছর বয়সী এই সাঁতারু আগের রেকর্ডটি গড়েছিলেন টোকিও অলিম্পিকে। যেখানে তিনি সময় নিয়েছিলেন ১৫ মিনিট ৩৫ দশমিক ৩৫ সেকেন্ড। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও লেডেকির। ২০১৮ সালে ইন্ডিয়ানাপোলিসে ১৫ মিনিট ২০.৪৮ সেকেন্ড টাইমিং নিয়ে চূড়ায় উঠেছিলেন তিনি।
সব মিলিয়ে অলিম্পিকে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে মোট আটটি স্বর্ণ পদক জিতলেন লেডেকি। স্পর্শ করলেন নারী সাঁতারু হিসেবে রেকর্ড আটটি সোনা জেতা স্বদেশি জেনি থম্পসনকে। থম্পসন অবশ্য ১৯৯২ থেকে ২০০০ সালের মধ্যে আটটি পদকের সবগুলো সোনা জিতেছিলেন রিলে ইভেন্ট থেকে। সব মিলিয়ে অলিম্পিকে ১২টি পদক এখন লেডেকির। রেকর্ডের পাতায় লেডেকির অবস্থান এখন যুক্তরাষ্ট্রের থম্পসন, ডারা টোরেস ও নাতালি কফলিন এবং অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনদের পাশে।
একটি দিক থেকে অবশ্য চূড়ায় উঠেছেন লেডিকি। আর সেটি হলো, প্রথম নারী সাতারু হিসেবে চারটি অলিম্পিকের পদকের শীর্ষ বেদিতে উঠেছেন তিনি। এমন রেকর্ড আছে শুধু যুক্তরাষ্ট্রের দুই পুরুষ সাতারু কিংবদন্তি মাইলকে ফেলপস ও রায়ান লোকটের।
টোকিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রি স্টাইলেও স্বর্ণ জিতেছিলেন লেডেকি। প্যারিসে সেই ইভেন্ট এখনো বাকি। তার মানে লেডেকির সামনে আরও একটি স্বর্ণ জেতার সুযোগ রয়েছে। সেটি জিততে পারলে অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ ৯টি সোনা জয়ী জিমন্যাস্ট লারিসা লাতিনিনার পাশে বসবেন তিনি। দুটি জিতলে তো কথাই নেন; হবে নতুন ইতিহাস।
ইতিহাস গড়া কিংবা রেকর্ড, এসবে অবশ্য খুব একটা মন নেই লেডেকির। তার লক্ষ্য থাকে, ভালো পারফরম্যান্স করে কীভাবে বৈশ্বিক মঞ্চে পদক জেতা যায়। ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতার পর তাই লেডেকি বললেন, ‘ইতিহাস কিংবা ওই সব বিষয় নিয়ে খুব একটা ভাবি না। তবে কিংবদন্তিদের নামগুলো জানি। যাদের নামের পাশে আমার নাম উঠেছে, আমি প্রথম সাঁতার শুরু করেছিলাম তাদের দেখেই। তো তাদের একজন হতে পারা আমার জন্য সম্মানের। যারা আমাকে অনুপ্রাণিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
ব্রেস্টস্ট্রোকে সেরা মারশাঁ
একই দিনে সাতারের দুই ইভেন্টে অলিম্পিকে রেকর্ড গড়ে দুটি স্বর্ণ জিতেছেন আয়োজক ফ্রান্সের লিওঁ মারশাঁ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জয়ের দুই ঘণ্টা পরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে শেষ হাসি হাসেন ফরাসি ফেলপসখ্যাত এই সাতারু। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোক জিততে মারশাঁ সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-ক্রুক ২ মিনিট ৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের কাসপার কোরবু।
আট বছর পর সারা শোস্ট্রম
অলিম্পিকে আট বছর পর স্বর্ণ জিতেছেন সুইডেনের সারা শোস্ট্রম। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ৫২.১৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন সোনা। দ্বিতীয় হয়েছেন প্রথম ৫০ মিটারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের তোরি হুসকে (৫২.১৬)। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের শোভান হহি হয়েছেন তৃতীয় (৫২.৩৩)। আট বছর আগে রিও অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছিলেন সারা শোস্ট্রম।