আর্জেন্টিনার কাছে হেরেই কাতার বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই ফ্রান্সই এবার আর্জেন্টিনাকে এবের করে দিলো অলিম্পিকের সোনা জয়ের দৌঁড় থেকে। এ যেন এক মধুর প্রতিশোধ। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ফ্রান্স।
শুক্রবার (২ আগস্ট) রাতে মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে ইয়ান ফিলিপে মাতেতার একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরুতেই আর্জেন্টিনার জালে গোল দিয়ে বসে ফ্রান্স। পঞ্চম মিনিটেই কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস বক্সের ভেতর পেয়ে হেড করে গোল করেন ফিলিপে মাতেতা।
ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য যথেষ্ট হয়ে যায়। ম্যাচের বাকি অংশে বেশকিছু আক্রমণ করলেও আর সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।
ম্যাচের ৮৩ মিনিটে আরও একবার আর্জেন্টিনার জালে বল পাঠায় ফ্রান্স। ওলিসের বাঁ পায়ের শটে গোল করলেও ভিএআর গোলটি বাতিল করে দেয়। তাতে অবশ্য ঠেকানো যায়নি ফ্রান্সের জয়। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ফলে কোয়ার্টার ফাইনালেই থেমেছে আর্জেন্টিনার যাত্রা।
ম্যাচ হারার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা অবশ্য হতাশা লুকিয়ে রাখতে পারেননি। বিবাদে জড়িয়ে যায় ফ্রান্সের খেলোয়াড়দের সঙ্গে। এমনকি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন সারেন।