ফ্রান্সের কারে হেরে থেমে গিয়েছে আর্জেন্টিনার অলিম্পিক যাত্রা। কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে সেমিফাইনালে ওঠা হলো না হাভিয়ের মাশচেরানোর শীষ্যদের। তবে তার দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না তিনি।
ফ্রান্সের কাছে হেরে ছিটকে পড়ার পর হতাশ মাশচেরানো সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
ম্যচা হারলেও ম্যাচজুড়ে দারণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বেশ কয়েকবার সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা ফিনিশিংয়ে ব্যর্থতায়। তা নিয়ে আক্ষেপ করেছেন আর্জেন্টাইন কোচ, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’
১৬টি গোলের সুযোগ তৈরি করে চারবার লক্ষ্যে রেখেছে আর্জেন্টিনা। তবে একটিও গোল হয়নি শেষ পর্যন্ত। এতবার সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়া কিংবা ম্যাচ জিততে না পারায় ভাগ্যকে , সেমিফাইনালে যাওয়া তাদের ভাগ্যে ছিল না, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’