শ্রীলঙ্কা ও ভারতের সিরিজে যেন একের পর এক রোমাঞ্চকর ঘটনা ঘটেই যাচ্ছে। সবশেষ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হারা ম্যাচ টাই হয়ে গেলে সুপার ওভারে জেতে ভারত। এবার সিরিজের প্রথম ওয়ানডেও পেন্ডুলামের মতো ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হয়েছে টাই।
শুক্রবার (৩ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৩১ রানের লক্ষ্য সহজেই টপকে যাবে এমনটা মনে হলেও শেষ পর্যন্ত তা হয়েছে টাই। জয়ের জন্য ভারতের তখন প্রয়োজন ১৫ বলে ১ রান যখন দরকার। এমন ম্যাচও শেষ পর্যন্ত হয়েছে ড্র। অধিনায়ক আসালঙ্কা পরপর দুই বলে শিভম দুবে অর্শদীপ সিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলে। ১ রান নিতে না পারায় সেই ম্যাচ হয়ে যায় টাই।
২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতেই ৭১ রান তোলে ভারত। ব্যাটিংয়ে ঝড় তোলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। কোহলি ধীর গতির শুরু করেছিলেন তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৪ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।
ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে ব্যাটিং করালেও তা কাজে লাগেনি। তিনি করেন মাত্র ৫ রান। এক ধাপ নীচে তথা পাঁচে নেমে আইয়ার করেন মাত্র ২৩ রান। তাতে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের ৫৭ রানের জুটিতে জয়ের কাছাকাছি এগিয়ে যায় ভারত। মাঝে কুলদীপকে ফেরান হাসারাঙ্গা।
এই দুই ব্যাটারের বিদায়ের পরও মনে হচ্ছিল জিততে পারবে ভারত। জিতেই গিয়েছিল প্রায় শিভম দুবের ব্যাটিংয়ে। ম্যাচের সমীকরণ তখন ১৫ বলে প্রয়োজন ১ রান। তখনই ভেল্কি দেখান চারিথ আসালাঙ্কা। পরপর দুই বলে ২৫ রান করা শিভম দুবে ও শেষ ব্যাটার অর্শদীপকে ফিরিয়ে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা।
এর আগে, টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বড় জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। ওপেনার আভিস্কা ফার্নান্দো ফিরে যান তৃতীয় ওভারেই ১ রান করে অর্শদীপের বলে। ১৪ রান করে কুশল মেন্ডিস শিভম দুবের বলে আউট হলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। মাত্র ৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ফিফটি (৫৬) করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
শেষদিকে মারমুখী খেলেন দুনিতে ওয়েলালাগে। সাত চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান করেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলেন ২৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা।