কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মেয়েরা জায়গা করে নিতে অনেক বেগ পেতে হয়েছিল। সেই দলটাই আবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে তারা হারিয়েছে ১-০ গোলে।
কোয়ার্টার ফাইনালে গাবি পোর্তিলহোর করা একমাত্র গোলেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের সেমিফাইনাল ভাগ্য। ফলে আরও একটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলো ব্রাজিল তথা নারী ফুটবলের কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা।
স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। তাই খেলতে পারেননি ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল সেমিফাইনালে ওঠায় তিনি পাচ্ছেন আরও একটি ম্যাচ খেলার সুযোগ। অলিম্পিকের পর তিনি ইতি টানতে যাচ্ছেন ক্যারিয়ারের। তবে ফরাসি তারকা সাকিনা কারচাওয়ির স্পট কিক ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা।
ফ্রান্স শুরুতেই গোলের সুযোগ পেলেও ব্রাজিল নিজেদের গোলটি করে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে ৮২ মিনিটে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান পোর্তিলহো। ওই এক গোলেই জয় নিশ্চিত করে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে তারা।