একটা সময় এই ইভেন্টের নাম ছিল সিঙ্ক্রোনাইজড সুইমিং। তবে ২০১৭ সালের পর এটির নামকরণ করা হয়েছে আর্টিস্টিক সুইমিং; যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘শৈল্পিক সাঁতার’।
খেলার যা ধরন, তাতে এই নামকরণটি যথেষ্ট জুতসই বলা যায়। এ খেলাটি সাঁতারের বিভিন্ন কৌশল, ব্যালে এবং জিমন্যাস্টিকসের সম্মিলিত রূপ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুরা পানির নিচে এবং উপরিভাগে মিউজিকের সঙ্গে মিল রেখে বিভিন্ন কৌশল এবং নৃত্য প্রদর্শন করেন। দূর থেকে দেখতে তা অপূর্ব-নান্দনিক মনে হলেও প্রতিযোগীদের জন্য বেশ কঠিনই। কারণ এই ইভেন্টের পয়েন্ট ফিটনেস, শক্তি, নমনীয়তা, সহনশীলতা এবং নিখুঁত টাইমিংয়ের ওপর নির্ভর করে। এই ইভেন্টটি সাধারণত দলীয়, ডুয়েট বা সোলো পারফরম্যান্স আকারে হয়। প্যারিস অলিম্পিকের শেষ দিনে আলোচিত এই আর্টিস্টিক সুইমিংয়ের ডুয়েট ইভেন্টে ইতিহাস গড়েছেন চীনের যমজ দুই বোন ওয়াং লিউয়ি ও ওয়াং কিয়ানয়ি। চীনের হয়ে অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টে প্রথম স্বর্ণ জিতেছেন তারা।
কয়েকটি ক্যাটাগরিতে এই ইভেন্টে পারফর্ম করতে হয়। সব মিলিয়ে যোগ করা হয় পয়েন্ট। ২৭ বছর বয়সী চীনের দুই বোন মিলে টেকনিক্যাল রুটিনে তুলেছেন ২৭৬.৭৮৬৭ পয়েন্ট এবং ডুয়েট ফ্রিতে তুলেছেন ২৮৯.৬৯১৬ পয়েন্ট। মোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট তুলে এ জুটিই ছিল বাকিদের চেয়ে সেরা। ৫৫৮.৫৩৬৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জিতেছে গ্রেট ব্রিটেন। আর নেদারল্যান্ডসকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ব্রেকিয়া ডি ব্রুভার ও নরকিয়া ডি ব্রুভার। এ দুজনও সম্পর্কে যমজ বোন।
অলিম্পিকে স্বর্ণ জিততে দীর্ঘদিন কঠোর অনুশীলন করতে হয়েছে চীনের যমজ দুই বোনকে। বিশেষ করে মূল ইভেন্টের কয়েক দিন আগে মানসিকভাবে বেশ চাপে ছিলেন তারা। শেষ পর্যন্ত ইতিহাস গড়তে পেরে উচ্ছ্বাসের সীমা নেই তাদের। স্বর্ণ জেতার পর ওয়াং লিউয়ি যেমন বলছিলেন, ‘কয়েক দিন ধরেই আমরা দুই বোন বেশ চাপে ছিলাম। কিন্তু এখন অনেক খুশি। কারণ আমরা সব চাপ সামলে তা শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি। স্বর্ণ জিততে পেরে আমাদের খুশি এখন সীমাহীন।’
দ্বিতীয় রুটিনে দুজনের পারফরম্যান্স ছিল নয়নকাড়া। আর সবার চেয়ে দুজন এগিয়ে গিয়েছিলেন ১০ পয়েন্টে। এখানেই অন্যদের সঙ্গে মূল পার্থক্যটা গড়ে দেয়। স্বর্ণ জেতার পর তরুণ প্রজন্মের প্রতি বার্তাও দিয়েছেন লিউয়ি, ‘আমরা উভয়েই আশা করি এই তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে সক্ষম হব এবং তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারব। যাতে তাদের অনুসরণ করার জন্য একটি উদাহরণ এবং একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে।’