চলতি মাসের ২১ তারিখ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অবস্থান পাঁচ ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে আটে অবস্থান করছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
সবশেষ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা দলটিচলতি মাসের ২১ তারিখ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অবস্থান পাঁচ ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে আটে অবস্থান করছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। লম্বা বিরতির পর নামছে মাঠে সাদা পোশাকের ক্রিকেটে। কোচ জেসন গিলেস্পির অধীনে টেস্ট দলের প্রথম সিরিজ হতে যাচ্ছে এই এটি।
বাংলাদেশের বিপক্ষে কেমন ক্রিকেট খেলবে পাকিস্তান, সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট প্রচলিত কথা বটে। তবে কথা হচ্ছে, আমাদের এখন কী প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের মতো পরিস্থিতিতে যেতে আমাদের যে ধরনের ক্রিকেট খেলতে হবে, সেটা আক্রমণাত্মক হোক বা মাঝেমধ্যে রক্ষণাত্মক হোক। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম বদলায়। সে অনুযায়ী মানিয়ে নিতে হয়।’
কথা বলতে গিয়ে টেনেছেন সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের প্রসঙ্গও, একই মানসিকতা থাকবে তাদের, ‘আমরা দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দল বাংলাদেশ সিরিজের জন্য সেরা প্রস্তুতিই নেওয়ার চেষ্টা করছে।’
বাংলাদেশ ও পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০২১ সালে বাংলাদেশের মাটিতে। যেখানে ২-০ ব্যবধানে জয়লাভ করেছিল পাকিস্তান। করোনার আগে ২০২০ সালে পাকিস্তানের মাটিতে দুই টেস্ট সিরিজ খেলতে গিয়ে একটি খেলে চলে আসতে হয় বাংলাদেশকে বৈশ্বিক মহামারির প্রকোপে। সেই ম্যাচটি বাংলাদেশ হারে ইনিংস ও ৪৪ রানে।
সেসব পরিসংখ্যান পাকিস্তানকে আত্মবিশ্বাস দিচ্ছে নিশ্চিত আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ও র্যাঙ্কিং দুই জায়গাতেই পাকিস্তান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিতে চান না মাসুদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে, অনেক দিন থেকে খেলছে। অনেক অভিজ্ঞ দল। সাধারণত অনেক অভিজ্ঞ দল থাকে তাদের। আমাদের চেষ্টা থাকবে এমন পিচ বানানো, যেটি আমাদের ঘরানার সঙ্গে যায়।’