সদ্যই অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তবে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না তার ক্যারিয়ার। কিংবদন্তি এই পেসার ইঙ্গিত দিয়েছেন আবারও ফিরে আসার। আগ্রহ প্রকাশ করেছেন টি-টোয়েন্টি ফরম্যাট খেলার।
লর্ডসে শুরু করার ক্যারিয়ারের ইতি টেনেছিলেন এই লর্ডসেই গত ১০ জুলাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বিদায় নেওয়ার পর সেই সিরিজেই দায়িত্ব পান ইংলিশ পেসারদের পরামর্শকের দায়িত্ব।
কিংবদন্তি এই প্রেস অ্যাসোসিয়েশনকে বলেছেন, ‘কিছুটা অস্বীকার করতে পারি। কারণ আমি ভালো করেই জানি ইংল্যান্ডের হয়ে আবারো খেলা হবে না। তবে আমি মনে করি আমার আসল ক্যারিয়ার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
২০১৪ সালে সবশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন সদ্যই ক্রিকেটকে বিদায় বলা এই পেসার।টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা হয়নি বলেই সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে সত্যিই কিছুটা কৌতূহল আছে। এ বছরের হান্ড্রেডে বল চারপাশে সুইং করতে দেখে আমার মনে হচ্ছে এখানে খেলতে পারি।’
মাসখানেক আগে অবসর নিলেও আগ্রহবোধ করছেন টি-টোয়েন্টি সংস্করণ খেলা নিয়ে, ‘জানি এ সংস্করণে খেলেছি এবং আমার বয়স বাড়তেই থাকবে। তবে সত্যি অনুভব করছি, ক্রিকেটের এই সংস্করণে খেলা আমার জন্য যথেষ্ট ভালো হবে।’