সপ্তাহখানেক পরই ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা দল। আর সেই সফরকে সামনে রেখে ভালোকিছুর আশায় ইংল্যান্ডের এক ক্রিকেটারকেই নিজেদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ইংলিশদের সাবেক ব্যাটার ইয়ান বেল পেয়েছেন এই দায়িত্ব।
তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ পর্যন্ত তিনি কাজ করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কোচ হিসেবে ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেলকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘সেখানকার কন্ডিশনের ব্যাপারে জ্ঞান দিয়ে খেলোয়াড়দের সহায়তা করতে আমরা ইয়ানকে নিয়োগ দিয়েছি। তার ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের বিশ্বাস, তাঁর ইনপুট এ গুরুত্বপূর্ণ সফরে আমাদের দলকে সহায়তা করবে।’
চলতি মাসের ২১ তারিখ ম্যানচেস্টার প্রথম টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরু হতে বাকি আরমাত্র ৭ দিন। ১৬ তারিখ থেকেই কাজ শুরু করার কথা রয়েছে বেলের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় নিয়োজিত রয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে কোচিং করিয়েছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ পুরুষ দল ও ইংল্যান্ড লায়নস (‘এ’ দল) দলকে ব্যাটিং কোচ হিসেবে। এছাড়াও দায়িত্ব পালন করেছেন বিগ ব্যাশের দল বিগ ব্যাশের সহকারী কোচ, কাউন্টি দল ডার্বিশায়ারের পরামর্শক এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে।
সবশেষ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা বেল এ মুহূর্তে দ্য হানড্রেডের বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবে আছেন।