দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টটি হবে ২১ আগস্ট আর দ্বিতীয়টি ৩০ আগস্ট। প্রথমটি রাওয়ালপিন্ডিতে আর দ্বিতীয়টি হবে করাচিতে। প্রথম টেস্টের গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকলেও দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচির গ্যালারিতে থাকছে না কোনো দর্শক।
মূলত করাচি ন্যাশনাল স্টেডিয়ামের নির্মাণ কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করাচি টেস্টে দর্শকদের উপস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি।
দর্শকদের আবেগের প্রতি সম্মান প্রদর্শণ করে বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’
অনেকেই টিকিট কিনে ফেলেছেন সেই টেস্টের ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করার আশায়। কিন্তু, পিসিবির আকস্মিক সিদ্ধান্তে তাদের আর সুযোগ থাকছে না মাঠে যাওয়ার। এমন অবস্থায় টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে পিসিবি, ‘এই সিদ্ধান্তের ফলে, দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।’
দর্শকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি আরোবেশি দর্শকবান্ধব করার জন্য।