সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের ক্রীড়ামোদীদের বিপুল একটি অংশের চাওয়াকে পূর্ণ করে অবশেষে পদত্যাগ করতে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভপতি নাজমুল হোসেন পাপন। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা তার প্রথম কর্মদিবসে শুধুমাত্র বিসিবির পরিচালনা পর্ষদকে ডেকে সভাপতির অনুপস্থিতিতে আইসিসির নিয়ম মেনে কীভাবে কাজ পরিচালনা করা যায়, সে ব্যাপারে পরামর্শ চান। এর পরই বিসিবির পক্ষ থেকে নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর নাজমুল হাসান পাপন দেশ ছেড়ে চলে যান বলে জানা যায়। কিন্তু তিনি কোথায় আছেন তা বিসিবির পরিচালকরা কেউ বলতে পারেননি। অবশেষে তার সঙ্গে বিসিবির সিনিয়র এক পরিচালকের যোগাযোগ হয়েছে বলে জানা যায়। তার কাছেই নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে জানান। সেই পরিচালকই পরে অন্য পরিচালকদের বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে বিসিবির এক সিনিয়র পরিচালক খবরের কাগজকে বলেন, ‘পদত্যাগ করতে রাজি হওয়ার বিষয়টি জানতে পেরেছি। কিন্তু লিখিতভাবে আসতে হবে।’ অপর এক পরিচালক বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না।’ আরেক পরিচালক বলেন, ‘তিনি বোর্ড সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতা করতে রাজি হয়েছেন। তিনি পদত্যাগ না করলে তো আর সংস্কার হবে না।’
এদিকে বিসিবির পরিচালনা পর্ষদে সহসভাপতির দুটি পদ পূরণ না করতে নাজমুল হাসান পাপনকেই সভা ডাকতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘তিনি সেটা দেশের বাইরে থেকেও করতে পারবেন। পরে বোর্ড সভায় তা অনুমোদন করে নেওয়া হবে।’ এদিকে তিনি পদত্যাগ করলেও সঙ্গে সঙ্গেই কেউ সভাপতি হতে পারছেন না। এ ক্ষেত্রে বিসিবির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে তাদের মতামতের ভিত্তিতেই নতুন সভাপতি হবেন।