শুরুটা ভালো হলো না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটে হেরেছে তাওহিদ হৃদয়রা।
সোমবার (২৭ আগস্ট) ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে গেছে স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতায় দুই শ রানও ছুঁতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাটে। মারকুটে ব্যাটিং করে ৪০ রান করেন রিশাদ হোসেন। এর বাইরে কারো ব্যাটেই আসেনি মানসম্মত রান। ফলে অলআউট হতে হয়েছে দুই শ’র নীচে।
অধিনায়ক তাওহিদ হৃদয় করেছেন ১৩, সৌম্য সরকার ৯ এবং নাঈম শেখ ৬। এরকমই ছিল বাংলাদেশের স্কোরকার্ড। ৩৮ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি। দুটি করে উইকেট যায় জাহানদাদ খান ও মেহরান মমতাজের ঝুলিতে।
ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে বিদায় নেন আব্দুল ফাসিহ। তবে দ্বিতীয় উইকেটে হাসিবউল্লাহ ও উসমান ১২৯ রানের জুটি গড়ে জয়ের কছাকাছি টেনে নেন দলকে। উসমান ব্যাটে আসে ৬০ বলে ৮৭ রান।
উসমান আউট হলেও হাসিবউল্লাহ অপরাজিত থাকেন ৭৩ রানে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নেন মাহেদী হাসান ও মোসাদ্দেক হোসেন।
২৮ আগস্ট একই মাঠে পরের একদিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এ দল।