![রাজস্থান রয়্যালসের কোচ হলেন রাহুল দ্রাবিড়](uploads/2024/09/04/Rahul-Dravid-1725449397.jpg)
গত বছরের জুনেই ভারতকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এরপরই ভারতের কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড় পারিবারিক কারণ দেখিয়ে। সেই দ্রাবিড় এবার কোচ হলেন রাজস্থান রয়্যালসের।
৫১ বছর বয়সী রাহুলের কোচ হওয়ার খবরটি আজ নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ‘আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখেই সম্প্রতি রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দ্রাবিড়। খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। দলটির বর্তমান অধিনায়ক সাঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের বোঝাপড়া বেশ দারুণ। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে থাকতেই তাঁর সান্নিধ্য পেয়েছেন স্যামসন।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক অবশ্য অনেক পুরোনো। এই দলে ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি খেলেছেন। এই দলটির পরিচালক ও পরামর্শক হিসেবে কাজ করেছেন ২০১৪ ও ২০১৫ মৌসুমে। এরপর ২০১৬ সালে যোগ দেন দিল্লী ক্যাপিটালসে।
ইএসিএনক্রিকইনফো তাদের খবরে জানিয়েছে রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের সহকারী হিসেবে কাজ করবেন বিক্রম রাঠোর। জাতীয় দলেও রাঠোর দ্রাবিড়ের সহকারী ছিলেন, কাজ করেছেন ব্যাটিং কোচ হিসেবে। রাহুল এই দায়িত্ব নিলে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তি এরপর রাজস্থান রয়্যালসের মালিকানাধীন সব ফ্র্যাঞ্চাইজির (পার্ল রয়্যালস ও বার্বাডোজ রয়্যালস) পরিচালক হিসেবে কাজ করবেন।