শক্তি-সামর্থ্যের বিচারে স্কটল্যান্ডের তুলনায় যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। এই হিসাব কেবল কাগজে-কলমে নয়, মাঠের খেলায়ও তাই প্রমাণ দিয়েছে অজিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাওয়ার প্লেতে রানের বিশ্বরেকর্ড গড়ে জিতেছে অস্ট্রেলিয়া। এমনকি ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলেও জয় তুলে নেওয়ার রেকর্ড দখলে নিয়েছে হেড-মার্শরা।
বুধবার (৪ আগস্ট) এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য টপকে গেছে অস্ট্রেলিয়া ৭ উইকেট হাতে রেখে। তবে তারা এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভার ব্যাটিং করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে এটি সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন। এমনকি পাওয়ার প্লেতেও তারা বিশ্বরেকর্ড গড়েছে ১১৩ রান তুলে।
রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষিক্ত জেইক ফ্রেজার-ম্যাগার্ককে হারায় অস্ট্রেলিয়া। দ্রুতই এই অভিষিক্ত ফিরে গেলেও এরপর ঝড় বইয়ে দেন ব্যাট হাতে ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২৫ স্ট্রাইক রেটে ১২ বলে ৩৯ রান করে আউট হন মার্শ।
অধিনায়ক আউট হলেও থামানো যাচ্ছিল না ট্রাভিস হেডকে। ১২টি চার ও ৫টি ছয়ে ২৫ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ১৭ বলে ফিফটি করেন হেড। এটি আবার অস্ট্রেলিয়া ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম যৌথভাবে। তিনি যখন আউট হন অস্ট্রেলিয়া তখন জয় থেকে মাত্র ৩২ রান দূরে। বাকি কাজটুকু অনায়াসেই স্টয়নিসকে নিয়ে সারেন জশ ইংলিস।
এর আগে, অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে স্কটল্যান্ড। নিয়ন্ত্রিত বোলিং করেন শন অ্যাবট, অ্যাডাম জাম্পা ও জাভিয়ের বার্টলেট। স্কটিশদের হয়ে ওপেনার জর্জ মানসে সর্বোচ্চ ২৮ রান করেন। ম্যাথু ক্রসের ব্যাট থেকে এসেছে ২৭ রান।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাবট। জাম্পা ও বার্টলেট ২টি করে উইকেট নিয়েছেন।