পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারানোর পর ট্রফি নিয়ে শান্তির ঘুমের এক ছবি দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাতার বিশ্বকাপ জিতে এমনই এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছিলেন লিওনেল মেসি। তাই সবাই মেসিকে অনুকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বেশ। দেশে ফিরে সেই ছবি নিয়ে প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছে শান্তকে।
গতকাল (৪ সেপ্টেম্বর) পাকিস্তান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সংবাদ সম্মেলনে সেই ছবি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে দিতে হয়েছে জবাবও।
দেশে ফেরার পর পরিচালকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পান দলের সবাই। এরপর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান কার অনুপ্রেরণায় ট্রফি নিয়ে ঘুমানোর ছবি তুলেছিলে, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘জয়টা অনেক স্পেশাল ছিল। যেটা বললাম বাংলাদেশের (ক্রিকেটে) সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করতে মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। কাউকে দেখে নয় জিনিসটা। লিওনেল মেসিকে দিয়েই শুরু হয়েছিল।’
মেসির মতো এমন উদযাপনের ছবি তুলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের সদস্য মিরাজুল ইসলাম। গত মাসের ২৮ তারিখ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর দলীয় ও ব্যক্তিগত ট্রফি নিয়ে বিছানায় ঘুমানোর ছবি ফেসবুকে ছাড়েন তিনি।
চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর স্ত্রীসহ এমন একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছিলেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব।