ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার-ছক্কার ঝড় বয়ে যাওয়া। আইপিএলে যেমন রানের বন্যা বয়ে গিয়েছিল চার-ছক্কার কারণেই। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক ম্যাচেই হলো ৪২ ছক্কা। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা কিনা যৌথভাবে সর্বোচ্চ।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট কিটসের মধ্যকার ম্যাচে হয়েছে ৪২ ছক্কা। এরা আগে, সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচে সমান ৪২টি ছক্কা হয়েছিল। ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ৩৯ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিমরান হেটমায়ার। গায়ানার এই ব্যাটার ১১টি ছক্কা হাঁকিয়েছেন, ছিল না কোনো চারের মার। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে চারবিহীন ইনিংস খেলেছেন হেটমায়ার।
তার ইনিংসে ভর করে ২৬৬ রান তোলে গায়ানা। তবে ছুঁতে পারেনি ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের সর্বোচ্চ ২৬৭ দলীয় সংগ্রহের রেকর্ড। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনিব সেন্ট কিটস। তারা থেমেছে ২২৬ রানে অলআউট হয়ে।
ম্যাচটি ৪০ রানে জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা।
আগে ব্যাটিং করা গায়ানা সব মিলিয়ে ছক্কা মারে ২৩টি আর সেন্ট কিটসের ব্যাটাররা ছক্কা মারেন ১৯টি।