ম্যাচের আগেই চাপে ছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকা দলটা ইকুয়েডরের বিপক্ষে নামার আগে জয় পাওয়া নিয়ে ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। অবশেষে সকল চাপ ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে ইকুয়েডরের বিপক্ষে ১–০ গোলের জয়ে ছন্দ খুঁজে পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। ম্যাচের ৩০ মিনিটে আসে গোলটি। মিডফিল্ডার লুকাস পাকোতার সহায়তায় গোলের দেখা পান এই তরুণ ফরোয়ার্ড। গোল করার ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল রদ্রিগোর। শটটি প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গা স্পর্শ করে দিক পরিবর্তিত হয়ে জাল খুঁজে নেয়।
রদ্রিগোর দেওয়া ওই এক গোলেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল। প্রথমার্ধে গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর। কোপা আমেরিকার পর এটা ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। সেখানে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়তে হয়েছিল তাদের।
বিশ্বকাপ বাছাইয়ে এই এক জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে ব্রাজিল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১০। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট বেশি নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় কলম্বিয়া। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইকুয়েডর। আগামী বুধবার আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।