স্কটল্যান্ডকে প্রথম ম্যাচটা রেকর্ড গড়েই হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটা দলীয় রেকর্ডে না জিতলেও ব্যক্তিগত রেকর্ডে জিতেছে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জশ ইংলিস। এমন দিনে স্কটল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৪ উইকেটে ১৯৬ রান। এই রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড ১৬.৪ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায়।
যদিও টস জিতে ফিল্ডিং করতে নেমে ভালোই শুরু করেছিল স্কটল্যান্ড। ২৩ রানে তুলে নেয় অস্ট্রেলিয়ার দুই উইকেট। গত ম্যাচে ঝড় তোলা ট্রাভিস হেড আজ আউট হন প্রথম বলেই। দুই ওপেনারের বিদায়ে আজ পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া রান তুলতে পারে ৫৫।
দ্রুত ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে হাল ধরেন ক্যামেরন গ্রিন ও জন ইংলিস। তাদের জুটিতে আসে ৯২ রান। ২০ বলে ফিফটি করার পর ৭ ছক্কা ও ৭ চারে শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ইংলিস।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেন ছাড়া আর কেউ ২০ রানের বেশি করতে পারেননি। ৪২ বলে ৫৯ রান করেন ম্যাকমুলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন জর্জ মানসি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস নিয়েছেন ৪ উইকেট।