পাকিস্তানকে তাদের মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। চলতি মাসের ১৯ ও ২৭ তারিখ ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যেখানে দুই বছর পর দলে ফিরেছেন ঋষভ পন্ত, আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন যশ দয়াল।
২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার আগে বাংলাদেশের মাটিতেই সবশেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর চলতি বছর আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন ঋষভ পন্ত। ছিলেন ভারতের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও।
দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল। জায়গা হয়নি শ্রেয়াস আয়ারের। ব্যাটিং বিভাগে বিশেষ চমক নেই। জায়গা হয়নি দেবদূত পাডিক্কাল ও রজত পতিদারের। বোলিং ইউনিটেও কোনো পরিবর্তন আসেনি।
চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে। এরপর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
প্রথম টেস্টের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।