ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

সারের হয়ে মাঠে নামবেন সাকিব

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম
সারের হয়ে মাঠে নামবেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশে। সেই সিরিজে হত্যা মামলার দায় নিয়েও খেলেছেন সাকিব আল হাসান। তবে বাকিরা দেশে ফিরলেও, ফেরেননি তিনি। বর্তমানে কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। আজ প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি। সারের একাদশে রাখা হয়েছে সাকিবকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সামারসেটের বিপক্ষে ম্যাচে সাকিবরা মাঠে নামবে বাংলাদেশ সময় বিকালে ৩.৩০ মিনিটে। ম্যাচের ভেন্যু টন্টন। 

কাউন্টিতে ১৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সারে। দুইয়ে থাকা সামারসেটের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২৪। সামারসেটকে এই ম্যাচ পরাজিত করে দিতে পারলেই টানা তৃতীয় শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে দলটির। সাকিবসহ এই স্কোয়াডে ডাক দেওয়া হয়েছে টম কারেন, জস ব্লেক, বেন গেডেস এবং ইউসেফ মাজিদকে।

সাকিবের দল সারের নেতৃত্বাভার রয়েছে ররি বার্নসের কাঁধে। কাউন্টিতে সারে সাকিবের সঙ্গে চুক্তি করেছে কেবল এক ম্যাচের জন্যই। বাংলাদেশের অলরাউন্ডারকে ফিরতে হবে সমারসেটের বিপক্ষে ম্যাচের পরেই। ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

স্থায়ী কোচ হলেন জয়াসুরিয়া

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
স্থায়ী কোচ হলেন জয়াসুরিয়া
ছবি : সংগৃহীত

গেল জুলাইয়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে এবার তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত পুরুষ দলের এই দায়িত্বে থাকবেন তিনি। 

এক সংবাদ বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দলের ভালো পারফরম্যান্স বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি জয়সুরিয়াকে  অন্তবর্তীকালীন কোচ থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে।’ 

তার অধীনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও জিতেছে ওয়ানডে সিরিজ। যে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। পরের দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। যা কিনা ছিল ১৯৯৭ সালের পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এরপর ইংল্যান্ড সফরে গিয়েও ভালো পারফরম্যান্স করে শ্রীলঙ্কা। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারালেও তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে এবং ৮ উইকেটের জয় পায় লঙ্কানরা। 

সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৬৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে জয় পায় শ্রীলঙ্কা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে কিউইদের ধবলধোলাই করে লঙ্কানরা। 

১৩ই অক্টোবর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজ দিয়েই পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে জয়সুরিয়ার যাত্রা শুরু হবে দলের সঙ্গে।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেও হারল লস অ্যাঞ্জেলস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেও হারল লস অ্যাঞ্জেলস
ছবি : সংগৃহীত

ভারত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে খেলছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগেও। দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স করার পরও তার দল লস অ্যাঞ্জেলস ৪ উইকেটে হেরেছে টেক্সাসের কাছে।

ডালাসে ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ২০ এবং বল হাতে ৩৭ রানে ২ উইকেট পেলেও দল হেরেছে টেক্সাসের কাছে ৪ উইকেটে। 

টি-টেন সংস্করণের এই লিগে টেক্সাসের বিপক্ষে আগে ব্যাটিং করে সাকিবের দল লস অ্যাঞ্জেলস পুঁজি পায় ১২৬ রানের। এই রান করতে গিয়ে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে লস অ্যাঞ্জেলস। এরপর মাঠে আসেন সাকিব। ৭৭ রানের জুটি গড়েন টিম ডেভিডের সঙ্গে। সেই জুটিতে সাকিবের অবদান ১১ বলে ২০ আর টিম ডেভিড করেন ২০ বলে ৫১ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ৮.৫ ওভারেই। জেমস ফুলার ১০ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন। তিনি পাঁচ ছক্কা ও এক চারে এই ইনিংস খেলেন। ১৬ বলে ৩৮ রান করেন ডেভিড মালান। নিক কেলির ব্যাটে আসে ১০ বলে ২৬ রান।

৩৭ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। নিক কেলি ও ডেভিড মালানকে আউট করেন তিনি।

পরিচালকদের বাদ পড়ার বোর্ড সভা আজ!

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
পরিচালকদের বাদ পড়ার বোর্ড সভা আজ!
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাবদল হয়েছে দেশের বেশির ভাগ জায়গায়। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। যার ফলশ্রুতিতে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। এ ছাড়া এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে জায়গা পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এদিকে সভাপতি পদ ছাড়লেও পরিচালক হিসেবে এখনো আছেন পাপন। তবে সর্বশেষ দুই বোর্ড সভায় উপস্থিত ছিলেন না তিনি। তার মতো বিসিবির শেষ দুই বোর্ড সভায় ছিলেন না আরও ১২ জন পরিচালক। আজকের বোর্ড সভায় তারা উপস্থিত না থাকলে হারাবেন নিজেদের পরিচালক পদ।

বিসিবির গঠনতন্ত্রের ১৫.২ অনুচ্ছেদ অনুযায়ী শারীরিক অসুস্থতা বা যথাযথ কারণ দেখিয়ে কোনো পরিচালক পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকতে পারেন না। যথাযথ কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকলে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া বেশির ভাগ পরিচালক বোর্ড সভায় না থাকার যথাযথ কারণ দেখাতে পারছেন না। ফলে আজকের বোর্ড সভার পর এই ১২ জন পরিচালকের পদ শূন্য হবে।

পরিচালক পদ হারানোর অপেক্ষায় যে ১২ জন আছেন তারা হলেন তানভীর আহমেদ টিটু, আ জ ম নাসির, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, গাজী গোলাম মর্তুজা, নাজিব আহমেদ, ওবেদ রশিদ নিজাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, মনজুর কাদের ও নাজমুল হাসান পাপন। এ ১২ জন পরিচালকের বাইরে ইতোমধ্যে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া নতুন সভাপতির অধীনে প্রথম বোর্ড সভায় থাকা খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন।

গা-ঢাকা দেওয়া পরিচালকদের পদ শূন্য না হওয়ায় নতুন সভাপতির অধীনে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য স্ট্যান্ডিং কমিটি তৈরি করা সম্ভব হচ্ছিল না। ফলে ব্যাহত হচ্ছিল বিসিবির সব ধরনের কার্যক্রম। আজকের বোর্ড সভায় পরিচালকদের কাঁধে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দিতে কোনো বাধা থাকবে না। সেই সুযোগ নিয়ে আজ পরিচালকদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। বিসিবির পরিচালনা পরিষদে পূর্ণ না হওয়ায় একেকজন পরিচালকের কাঁধে একাধিক স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বর্তাতে পারে। গুঞ্জন আছে, বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব নিতে পারেন ফাহিম সিনহা। মিডিয়া কমিটির পাশাপাশি বিপিএল গর্ভনিং কাউন্সিলের দায়িত্ব পেতে পারেন তিনি। এ ছাড়া ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাঁধে রাখতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের
ছবি : সংগৃহীত

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। ফুটবলে হেক্সা মিশন পূরণ করতে ব্যর্থ হলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূরণ করলো ব্রাজিল। 

শেষবার ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ২-১ ব্যধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 

৪০ মিনিটের জমজমাট লড়াইয়ের পঞ্চম মিনিটেই মার্সেনিওর বাড়ানো বল থেকেই লিড নেয় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা চালালেও উল্টো ১২ মিনিটে আবারও গোল হজম করে বসে দলটি। ব্রাজিলকে আরেকবার এগিয়ে নেন রাফা সান্তোস। বিরতিতে যায় ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে। 

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাওয়ার জন্য মরিয়া আর্জেন্টিনা প্রাণপণ চেষ্টা চালায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। তার প্রচেষ্টাতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। 

সেই গোলে ব্যবধান কমলেও আর্জেন্টিনা পায়নি শিরোপার স্বাদ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

বাংলাদেশকে হারিয়ে যেই বিশ্বরেকর্ড গড়ল ভারত

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
বাংলাদেশকে হারিয়ে যেই বিশ্বরেকর্ড গড়ল ভারত
ছবি : সংগৃহীত

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সুবিধাই করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২৭ রানে অলআউট হওয়ার পর ১১.৫ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে টি-টোয়েন্টিতে একটি বিশ্বরেকর্ডও গড়েছে সূর্যকুমার যাদবের দল।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার অলআউট করার কীর্তি গড়েছে ভারত। প্রতিপক্ষকে ৪২বার অলআউট করেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে যা কিনা যেকোনো দলের পক্ষে সর্বোচ্চ। ভারতের সমান ৪২বার প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি আছে তাদেরও।

দ্বিতীয়স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। কিউইরা প্রতিপক্ষকে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত অলআউট করেছে ৪০বার। পরের স্থানে অবস্থান করছে উগান্ডা। ৪০ বার প্রতিপক্ষ অলআউট হয়েছে তাদের দ্বারা। ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে অলআউট করেছে ৩২বার। 

এর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে ভারত। ১০০ রানের বেশি টার্গেটে ব্যাট করতে নেমে সবচেয়ে কম বলে সেই লক্ষ্য টপকে যাওয়ার রেকর্ডও ভারতের নামের পাশে। ১২৭ রানের এই লক্ষ্য ৪৯ বল হাতে রেখে উৎরে গেছে স্বাগতিক ভারত। যা ১০০ এর বেশি টার্গেটে ব্যাটিং করে বল হাতে রেখে সবচেয়ে বড় জয় ভারতের।

এর আগে, ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ বল হাতে রেখে জয়ে পেয়েছিল ভারত। গতকাল সেটিও টপকে গেল ভারত।