ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে মিরাজকে ড্রেসিংরুমে ডেকেছিলেন রোহিত

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
ওয়ানডে বিশ্বকাপে মিরাজকে ড্রেসিংরুমে ডেকেছিলেন রোহিত
ছবি : সংগৃহীত

২০২২ সালে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্স করে ভারতের বিপক্ষে সেই সিরিজের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় দলের সবার তাই বেশ ভালোভাবেই মনে থাকার কথা মিরাজকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত ম্যাচের আগে মিরাজকে নিজেদের ড্রেসিংরুমে ডেকেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ড্রেসিংরুমে রোহিত শর্মা ডেকে নিয়ে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে। এই কথাটি সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন মিরাজ।

ভারতের অধিনায়ক রোহিতের ড্রেসিংরুমে ডাকা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।’

লোকাল কোচের গুরুত্ব উল্লেখ করে মিরাজকে রোহিত আরও বলেন, ‘ও বলেছিল— যখন ড্রেসিংরুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারা তোমাকে অনেক কিছুই শেখাবে। উদাহরণস্বরূপ—জাতীয় সংগীত গাওয়ার সময় দেশি কোচদের যতটা অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না। কারণ ওই বিদেশি কোচ তো সেটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহ দেওয়া।’

২০২২ সালে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে একটি শতকে ১৪১ রান ও ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। 

অবসরের পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ডুমিনি!

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
অবসরের পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ডুমিনি!
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন জেপি ডুমিনি। তবে তাকে আবারও ফিরতে হলো মাঠের ক্রিকেটে। পাঁচ বছর পর এক বিশেষ পরিস্থিতিতে আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং করেছেন। 

সোমবার (৭ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবুধাবিতে আইরিশদের ব্যাটিং ইনিংসের শেষদিকে ফিল্ডিং করতে নামেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ।

মূলত মরুভূমির প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়েন প্রোটিয়ার অনেক ক্রিকেটার। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।

কোচিং স্টাফদের কেউ মাঠে নেমে আসা ফিল্ডিং করার জন্য নতুনকিছুই নয়। বিশেষ পরিস্থিতিতে এমন অনেকজনকেই দেখা গেছে ফিল্ডিং করার জন্য মাঠে নামতে। 

 

ইনিয়েস্তাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম
ইনিয়েস্তাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

অবশেষে ২২ বছরের ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তারই সাবেক সতীর্থ লিওনেল মেসি।

২০১০ বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১১৬ মিনিটে গোল করে দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। ২০১৮ সালে সেই ইনিয়েস্তা আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পর ২০২৪ সালে এসে ফুটবল ক্যারিয়ারের শেষ করলেন সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে। 

সাবেক বার্সা সতীর্থ ইনিয়েস্তাকে নিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি মেসি লিখেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’

মাত্র ১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনা একাডেমিতে যোগ দেওয়া ইনিয়েস্তা ক্লাবের বি দলের হয়ে খেলেছেন ৫৪ ম্যাচ। এরপর মূল দলে অভিষেক হলে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। 

বার্সেলোনার হয়ে ৬৭৪ ম্যাচ খেলে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ মোট ৩২টি শিরোপা। স্পেন জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো কাপ । 

মুলতানের পিচকে দুষলেন পিটারসেন-ভন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
মুলতানের পিচকে দুষলেন পিটারসেন-ভন
ছবি : সংগৃহীত

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। স্বাগতিক ব্যাটারদের সামনে খুব একটা পাত্তা পায়নি ইংলিশ বোলাররা। সেঞ্চুরি করেছেন আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩০০ পার করে পাকিস্তান।

প্রথম দিনেই পাকিস্তানের এমন ব্যাটিংয়ে পিছিয়ে পড়েছে ইল্যান্ড। এই পিছিয়ে পড়ার জন্য মুলতানের পিচকে দায়ি করছেন ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন।

মুলতানের উইকেটে প্রথম দিন পাকিস্তানের ব্যাটাররা দারুণ পারফরম্যান্স করার পর ‘এক্সে’ কেভিন পিটারসেন লিখেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’
মাইকেল ভন মুলতানের উইকেট নিয়ে বলেছেন, ‘মুলতানের উইকেটকে মনে হচ্ছে সড়ক। এখানে টস জিততে পারা দারুণ…।’

প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করা পাকিস্তান দ্বিতীয় দিন এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৫ উইকেটে ৩৯৩ রান।

আয়ারল্যান্ডের কাছেও হার দক্ষিণ আফ্রিকার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম
আয়ারল্যান্ডের কাছেও হার দক্ষিণ আফ্রিকার
ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে হেরে আরব আমিরাত সফর শেষ করলো দক্ষিণ আফ্রিকা। আইরশদের কাছে ৬৯ রানে হারলেও সিরিজ জিতেছে তারা ২-১ ব্যবধানে। একই ব্যবধানে আবার আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিল প্রোটিয়ারা।

সোমবার (৮ অক্টোবর) জায়েদ ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং করেন সর্বোচ্চ ৮৮ রান। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করা অ্যান্ড্রু ব্রালবার্নি করেন ৪৫ রান। 

ঝোড়ো ব্যাটিংয়ে ৪৮ বলে ৬০ রান করেন হ্যারি টেক্টর। কার্টিফ ক্যাম্ফারের ব্যাটে আসে ৩৪ আর লোরকান টাকার করেন ২৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন লিজার্ড উইলিয়ামস। এছাড়া ওটনিয়েল বার্টম্যান আর আন্দিলে ফেলুকায়ো নেন ২টি করে।

রান তাড়া করতে নেমে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলয়টন, রেজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন করেন যথাক্রমে ৪, ১, ৩ রান। 

৪৯ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে কাইল ভারানে এবং ট্রিস্টান স্টাবস। যা কিনা তাদের ইনিংসে সর্বোচ্চ। একপ্রান্ত আগলে রাখা জেসন স্মিথ সেঞ্চুরি হাতছাড়া করেন ৯ রানের জন্য। তার ৯১ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছক্কার মার। তার আউটে নবম উইকেট হারায় প্রোটিয়ারা। 

দক্ষিণ আফ্রিকার কেউই আর করতে পারেননি অর্ধশতক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন কাইল ভারানে। দুই অংক ছুঁতে পারেননি ছয়জন ব্যাটার। ৪৬.১ ওভারে মাত্র ২১৫ রানে অল-আউট হয় প্রোটিয়ারা। ৩টি করে উইকেট নেন ক্রেইগ ইয়ং আর গ্রাহাম হিউম।

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ পিএম
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
ছবি : সংগৃহীত

পাঁচ দেশের পাঁচটি টি-টোয়েন্টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। সেই লিগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেবে রংপুর রাইডার্স।

সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

বোর্ড সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রস্তাব দিয়েছি। তারা যেতে অপরাগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। ’  

যে দলকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের নাম জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি রংপুর রাইডার্সের নাম বলেন।

আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি দেশের পাঁচটি দল নিয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার অনুমতি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক। এই আসর আয়োজনে পূর্ণ সহায়তা করবে গায়ানা সরকার। টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে এক মিলিয়ন ডলার।

প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। আর টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১১টি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সবগুলো ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক দল হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

এক বিবৃতিতে গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান ও ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেন, ‘গায়ানায় ক্রিকেটের প্রতি উন্মাদনা, বিশ্বের অন্যান্য জায়গার ভক্তদের মতোই। যারা গায়ানায় এসেছেন ও সারা বিশ্বে টিভি পর্দা থেকে যারা দেখছেন, তাদের সঙ্গে আমরা আমাদের সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশে খেলার প্রতি নিজেদের ভালোবাসা উদযাপন করতে মুখিয়ে আছি।’

একই সময়ে বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজে থাকবে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।