উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুরুটা ছিল ইতালির কাছে হেরে। সেদিন ম্যাচের ১৩ সেকেন্ডে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় কাতার বিশ্বকাপের রানার্সআপদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দলটি। বেলজিয়ামের বিপক্ষে দাপউটে ফুটবল খেলে আদায় করে নিয়েছে ২-০ ব্যবধানে জয়।
দুই অর্ধে গোল দুটি করেন দুই পিএসজি ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি ও উসমান দেম্বেলে।
কিলিয়ান এমবাপ্পেকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে রাখেননি কোচ দেশম। ধারণা করা হয়েছিল প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি নামবেন। সেটি না হওয়ায় ভাবা হচ্ছিল হয়তোবা দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই তিনি থাকবেন মাঠে। কিন্তু কোচ দেশম তাকে মাঠে নামান ৬৭ মিনিটে।
ততক্ষণে ২-০ গোলে এগিয়ে ফ্রান্স। বাকি সময়ে কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পাননি এমবাপ্পে। এই নিয়ে নেশন্স লিগের দুই ম্যাচ গোলের দেখা পাননি সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা।
ম্যাচের শুরুটা সুন্দর ছিল না ফ্রান্সের। তবে ধীরেধীরে তারা নিয়ন্ত্রণ নিতে শুরু কর ম্যাচের। ২৯ মিনিটে দলকে লিড এনে দেন কোলো মুয়ানি। পরে ৫৭ মিনিটে অন্য গোলটি করেন উসমান দেম্বেলে।
গ্রুপ এ২ তে অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারায় ইতালি। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।