পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসার পর বাংলাদেশের ক্রিকেটাররা রয়েছেন ফুরফুরে মেজাজে। পাকিস্তানে জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতেও টেস্ট সিরিজে ভালোকিছু করার প্রত্যয় দলের সবার মাঝে। তবে ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে বলছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার ও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের নায়ক লিটন দাস।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভারত সফরকে সামনে রেখে এই চ্যালেঞ্জের কথা বলেন তিনি।
পাকিস্তানে সিরিজ জিতে আসায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও পাকিস্তানে জয় অনেক গুরুত্বপূর্ণ হলেও সেই স্মৃতিকে এখন অতীত মানছেন লিটন, ‘অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরও একটু হেল্প করতে হবে, যে আপনারা পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুবই ভালো হবে। সামনে যেই সিরিজটা আসছে সেটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ। খেলোয়াড় হিসেবে আমার কাছে সেটা অতীত হয়ে গেছে সামনে যাওয়ার জন্য।’
ভারত সফর অনেক চ্যালেঞ্জিং যেমন হবে তেমনি নতুন করে মানিয়ে নিতে হবে এসজি বলের সঙ্গেও। বড় দলের বিপক্ষে খেলার পাশাপাশি এসজি বলের চাপ সামাল দেওয়ার ব্যাপারটিও রয়েছে, ‘আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’
এসজি বলে খেলার জন্য নতুন করে প্রস্তুতও হতে ছচ্ছে বাংলাদেশ দলকে। দেশের ভেতর এসজি বলের সঙ্গে নিজেদের কীভাবে প্রস্তুত করছেন তা নিয়েও কথা বলেছেন লিটন, ‘আমরা যতটুকু পারছি আমাদের মূল বোলারদেরই ফেইস করছি। কিছুটা ডিফিকাল্টিস তো আছেই। কারণ, কোকাবুরা বলের নতুন বলটা খেলা কঠিন, পুরাতন বলটা খেলা সহজ। তবে এসজি বলে নতুন বলটা একটু সহজ, পুরাতন বলটা খেলা কঠিন।’