চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর গতকাল রাতে আরও একবার মুখোমুখি হয় দল দুটি। বিশ্বকাপ বাছাইয়ের সে ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গতকাল রাতে ঘরের মাঠে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে জয়ের রথে ফিরেছে কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ায় এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।
মেসি চোট ও আনহেল ডি মারিয়ার অবসরের পর তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তরুণদের ওপর কোচ লিওনেল স্কালোনি ভরসা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্টিনেজদের।
আর্জেন্টিনার ১২ ম্যাচ ধরে চলা অজেয় যাত্রা অবশেষে থেমে গেল আর্জেন্টিনার কাছে হেরে। সবশেষ গত বছর উরুগুয়ের কাছে হেরেছিল দলটি ১-০ ব্যবধানে।
ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিক কলম্বিয়া। হেডে গোল করেন মসকেরা। তার আগে রদ্রিগেস কর্নারে ছোট শট নিয়ে সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে উঁচু করে ক্রস করলে সেখান থেকেই মাথা ছোঁয়ান মসকেরা।
গোল হজম করার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে আসে আর্জেন্টিনা। কলম্বিয়ার খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন নিকোলাস গঞ্জালেস। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান।
আর্জেন্টিনা ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও আরও একবার গোলের দেখা পায় কলম্বিয়া ৬০ মিনিটে। নিকোলাস ওতামেন্ডি দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করেন রদ্রিগেস।
ফলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। বল দখলে বিশ্বচ্যাম্পিয়নরা খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি তারা। গোলের জন্য নেওয়া ১৩ শটের মাত্র একটি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে কলম্বিয়ানদের ৯ শটের পাঁচটিই লক্ষ্যে ছিল।