রদ্রিগোর গোলে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ে ধারণা করা হচ্ছিল ব্রাজিল ছন্দে ফিরে এসেছে। টানা তিন ম্যাচে পরাজিত হওয়ার পর সেই জয় পেয়েছিল ব্রাজিল। কোচ দরিভালের পরের বিশ্বকাপে ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করার পরদিনই আবার হারল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের তাদের এবারের পরাজয় প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ।
রদ্রিগো, ভিনিসিয়ুসদের মতো তারকাদের নিয়ে মাঠে নেমে আক্রমণে মনযোগী থাকা ব্রাজিল চেষ্টা করেও পারেনি ভালো কোনো সুযোগ তৈরি করতে। ম্যাচের ২০তম মিনিটে উল্টো তারাই হজম করেছে গোল। ডিয়াগো গোমেজ ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন। ওই এক গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।
পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়িয়েও তাদের দ্বারা সম্ভব হয়নি প্রতিপক্ষের রক্ষণকে ভেদ করে গোলের দেখা পাওয়া। প্রথমার্ধে লক্ষ্যে দুটি শট নেওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও বল দখলে মনযোগী হয়। তখন বেশকিছু শট নিলেও কাজ হয়নি।
শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দরিভালের শীষ্যদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।