ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার
ছবি : সংগৃহীত

রদ্রিগোর গোলে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ে ধারণা করা হচ্ছিল ব্রাজিল ছন্দে ফিরে এসেছে। টানা তিন ম্যাচে পরাজিত হওয়ার পর সেই জয় পেয়েছিল ব্রাজিল। কোচ দরিভালের পরের বিশ্বকাপে ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করার পরদিনই আবার হারল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের তাদের এবারের পরাজয় প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ।

রদ্রিগো, ভিনিসিয়ুসদের মতো তারকাদের নিয়ে মাঠে নেমে আক্রমণে মনযোগী থাকা ব্রাজিল চেষ্টা করেও পারেনি ভালো কোনো সুযোগ তৈরি করতে। ম্যাচের ২০তম মিনিটে উল্টো তারাই হজম করেছে গোল। ডিয়াগো গোমেজ ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন। ওই এক গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। 

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়িয়েও তাদের দ্বারা সম্ভব হয়নি প্রতিপক্ষের রক্ষণকে ভেদ করে গোলের দেখা পাওয়া। প্রথমার্ধে লক্ষ্যে দুটি শট নেওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও বল দখলে মনযোগী হয়। তখন বেশকিছু শট নিলেও কাজ হয়নি। 

শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দরিভালের শীষ্যদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

স্থায়ী কোচ হলেন জয়াসুরিয়া

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
স্থায়ী কোচ হলেন জয়াসুরিয়া
ছবি : সংগৃহীত

গেল জুলাইয়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে এবার তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত পুরুষ দলের এই দায়িত্বে থাকবেন তিনি। 

এক সংবাদ বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দলের ভালো পারফরম্যান্স বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি জয়সুরিয়াকে  অন্তবর্তীকালীন কোচ থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে।’ 

তার অধীনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও জিতেছে ওয়ানডে সিরিজ। যে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। পরের দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। যা কিনা ছিল ১৯৯৭ সালের পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এরপর ইংল্যান্ড সফরে গিয়েও ভালো পারফরম্যান্স করে শ্রীলঙ্কা। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারালেও তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে এবং ৮ উইকেটের জয় পায় লঙ্কানরা। 

সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৬৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে জয় পায় শ্রীলঙ্কা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে কিউইদের ধবলধোলাই করে লঙ্কানরা। 

১৩ই অক্টোবর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজ দিয়েই পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে জয়সুরিয়ার যাত্রা শুরু হবে দলের সঙ্গে।

বাফুফে নির্বাচন ২০২৪ তফসিল ঘোষণা, ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিলি শুরু

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম
তফসিল ঘোষণা, ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিলি শুরু
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচন কমিশন আজ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন অপর দুই নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হবে মনোনয়নপত্র বিলি।

৯, ১০ ও ১২ অক্টোবর, এই তিন দিন বাফুফে সচিবালয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিলি হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে চান, তারা এই তিন দিন মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। ১৪ ও ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ৫টার মধ্যে বাফুফে সচিবালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে আগ্রহী প্রার্থীদের। ১৬ অক্টোবর নির্বাচন কমিশন জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবেন।

কোনো প্রার্থীর ক্ষেত্রে আপত্তি থাকলে তা ১৭ অক্টোবর সকাল ১১টা হতে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে দাখিল (আপত্তি পত্র) করতে হবে। পরের দিন ১৮ অক্টোবর মনোনয়নপত্রের আপত্তির উপর আপিল কমিশন কর্তৃক শুনানির দিন নির্ধারন করা হয়েছে। প্রার্থীদের কেউ নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেটা করতে পারবেন ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং ২০ অক্টোবর সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত সময়ে। ২০ অক্টোবর বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করবে নির্বাচন কমিশন। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে একই ঘোষণা হবে ফলাফল।

১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ১৫ জন সদস্য মিলিয়ে মোট ২১টি পদে ভোট হবে। ১৩৩ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে বাফুফের আগামীর নেতৃত্ব বেছে নেবেন।

গত ১৬ বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী মো. সালাউদ্দিন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সেই হিসেবে এবারের নির্বাচনে নতুন সভাপতি পাবে বাফুফে।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেও হারল লস অ্যাঞ্জেলস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেও হারল লস অ্যাঞ্জেলস
ছবি : সংগৃহীত

ভারত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে খেলছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগেও। দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স করার পরও তার দল লস অ্যাঞ্জেলস ৪ উইকেটে হেরেছে টেক্সাসের কাছে।

ডালাসে ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ২০ এবং বল হাতে ৩৭ রানে ২ উইকেট পেলেও দল হেরেছে টেক্সাসের কাছে ৪ উইকেটে। 

টি-টেন সংস্করণের এই লিগে টেক্সাসের বিপক্ষে আগে ব্যাটিং করে সাকিবের দল লস অ্যাঞ্জেলস পুঁজি পায় ১২৬ রানের। এই রান করতে গিয়ে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে লস অ্যাঞ্জেলস। এরপর মাঠে আসেন সাকিব। ৭৭ রানের জুটি গড়েন টিম ডেভিডের সঙ্গে। সেই জুটিতে সাকিবের অবদান ১১ বলে ২০ আর টিম ডেভিড করেন ২০ বলে ৫১ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ৮.৫ ওভারেই। জেমস ফুলার ১০ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন। তিনি পাঁচ ছক্কা ও এক চারে এই ইনিংস খেলেন। ১৬ বলে ৩৮ রান করেন ডেভিড মালান। নিক কেলির ব্যাটে আসে ১০ বলে ২৬ রান।

৩৭ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। নিক কেলি ও ডেভিড মালানকে আউট করেন তিনি।

পরিচালকদের বাদ পড়ার বোর্ড সভা আজ!

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
পরিচালকদের বাদ পড়ার বোর্ড সভা আজ!
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাবদল হয়েছে দেশের বেশির ভাগ জায়গায়। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। যার ফলশ্রুতিতে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। এ ছাড়া এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে জায়গা পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এদিকে সভাপতি পদ ছাড়লেও পরিচালক হিসেবে এখনো আছেন পাপন। তবে সর্বশেষ দুই বোর্ড সভায় উপস্থিত ছিলেন না তিনি। তার মতো বিসিবির শেষ দুই বোর্ড সভায় ছিলেন না আরও ১২ জন পরিচালক। আজকের বোর্ড সভায় তারা উপস্থিত না থাকলে হারাবেন নিজেদের পরিচালক পদ।

বিসিবির গঠনতন্ত্রের ১৫.২ অনুচ্ছেদ অনুযায়ী শারীরিক অসুস্থতা বা যথাযথ কারণ দেখিয়ে কোনো পরিচালক পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকতে পারেন না। যথাযথ কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকলে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া বেশির ভাগ পরিচালক বোর্ড সভায় না থাকার যথাযথ কারণ দেখাতে পারছেন না। ফলে আজকের বোর্ড সভার পর এই ১২ জন পরিচালকের পদ শূন্য হবে।

পরিচালক পদ হারানোর অপেক্ষায় যে ১২ জন আছেন তারা হলেন তানভীর আহমেদ টিটু, আ জ ম নাসির, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, গাজী গোলাম মর্তুজা, নাজিব আহমেদ, ওবেদ রশিদ নিজাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, মনজুর কাদের ও নাজমুল হাসান পাপন। এ ১২ জন পরিচালকের বাইরে ইতোমধ্যে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া নতুন সভাপতির অধীনে প্রথম বোর্ড সভায় থাকা খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন।

গা-ঢাকা দেওয়া পরিচালকদের পদ শূন্য না হওয়ায় নতুন সভাপতির অধীনে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য স্ট্যান্ডিং কমিটি তৈরি করা সম্ভব হচ্ছিল না। ফলে ব্যাহত হচ্ছিল বিসিবির সব ধরনের কার্যক্রম। আজকের বোর্ড সভায় পরিচালকদের কাঁধে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দিতে কোনো বাধা থাকবে না। সেই সুযোগ নিয়ে আজ পরিচালকদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। বিসিবির পরিচালনা পরিষদে পূর্ণ না হওয়ায় একেকজন পরিচালকের কাঁধে একাধিক স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বর্তাতে পারে। গুঞ্জন আছে, বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব নিতে পারেন ফাহিম সিনহা। মিডিয়া কমিটির পাশাপাশি বিপিএল গর্ভনিং কাউন্সিলের দায়িত্ব পেতে পারেন তিনি। এ ছাড়া ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাঁধে রাখতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের
ছবি : সংগৃহীত

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। ফুটবলে হেক্সা মিশন পূরণ করতে ব্যর্থ হলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূরণ করলো ব্রাজিল। 

শেষবার ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ২-১ ব্যধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 

৪০ মিনিটের জমজমাট লড়াইয়ের পঞ্চম মিনিটেই মার্সেনিওর বাড়ানো বল থেকেই লিড নেয় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা চালালেও উল্টো ১২ মিনিটে আবারও গোল হজম করে বসে দলটি। ব্রাজিলকে আরেকবার এগিয়ে নেন রাফা সান্তোস। বিরতিতে যায় ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে। 

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাওয়ার জন্য মরিয়া আর্জেন্টিনা প্রাণপণ চেষ্টা চালায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। তার প্রচেষ্টাতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। 

সেই গোলে ব্যবধান কমলেও আর্জেন্টিনা পায়নি শিরোপার স্বাদ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।