অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠনের হুমকির পরও কানপুরেই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই ভেন্যুতে টেস্টটি হবে ২৭ সেপ্টেম্বর।
ইন্ডিয়া টুডেকে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর নির্যাতন চালানো হয়েছে এমন দাবি হিন্দু মহাসভার। এর প্রতিবাদ করতেই বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ দুটি বাতিলের আহ্বান জানিয়েছেন তারা।
হিন্দু মহাসভার সহ-সভাপতি জাভিয়ের ভরদ্বাজ গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন।
আগামী মাসের ৬ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হিন্দু মহাসভার সহ-সভাপতি দিনকয়েক আগে বার্তা সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’
হিন্দু মহাসভার এমন হুমকির মধ্যেও ইন্ডিয়া টুডে বোর্ডের একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছে সকল ধরনের কার্যক্রম চলমান সুষ্ঠুভাবে টেস্টটিকে মাঠে আয়োজনের ব্যাপারে। সূত্রটি জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী যেন ম্যাচ হয়, আমরা সে জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।
দুই দলের ম্যাচ আয়োজন করতে স্টেডিয়াম প্রস্তুত।’ সূত্রটি আরও বলেছে, ‘ম্যাচ অন্য কোথাও না, কানপুরেই হবে। তবু আমরা নজর রাখব, সেটা কানপুর এবং অন্য ভেন্যুগুলোতেও।’
চলতি মাসের ১৫ তারিখ ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে দুই দলই। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।