আগামী মাসে আরব আমিরাতে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতিস্বরূপ ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার গিয়েছেন শ্রীলঙ্কায়। সেখানে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমে ১০ রানের জয় পেয়েছে টাইগ্রেসরা। টানা ৩ ম্যাচ জিতে, দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান করে বাংলাদেশ। এরপরও প্রতিপক্ষকে ৮৭ রানের বেশি করতে দেয়নি রাবেয়া খানরা। এই রান করতে স্বাগতিকরা হারায় ৮ উইকেট। ফলে ১০ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
যদিও টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে মাত্র ৯৭ রান। সর্বোচ্চ ২৬ রান আসে দিলারা আক্তারের ব্যাট থেকে। এই রান করতে তিনি খেলেন ২১ বল।
দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর শঙ্কায় থাকা শ্রীলঙ্কা এই লক্ষ্য পেয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে এবং সিরিজে ফিরে আসার সম্ভাবনাও তৈরি করে। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়নি ব্যাটিং ব্যর্থতায়। তাদের ইনিংস থেমেছে ৮ উইকেট হারিয়ে ৮৭ রান করে। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।