ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১২৭ রানে। তরুণ দল হলেও ভারতের জন্য এই লক্ষ্য খুব একটা কঠিন মনে হয়নি। উল্টো বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে মাত্র ১১.৫ ওভারে জয় নিশ্চিত করেছে ভারত। তারা জয় পেয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
রবিবার (৬ অক্টোবর) গোয়ালিয়রে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই পড়ে ভারতীয় বোলারদের দাপটের মুখে। তাতে এক বল বাকি থাকতে ১২৭ রানে থামে নাজমুল হোসেন শান্তদের ইনিংস। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সংগ্রহ ১০০ পার করেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। মিরাজ ৩৫ ও শান্তর ব্যাটে আসে ২৭ রান।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও বরুণ চক্রবর্তী। এ ছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর।
জবাবে শুরু থেকেই আগ্রাসী ছিল ভারত। দুই ওভারে স্কোরবোর্ডে যোগ করে ২৫ রান। বাংলাদেশি বোলারদের কেউ থামাতে পারেনি ভারতীয় ব্যাটারদের দাপট। তাতে ৪৯ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ভারতের হয়ে ব্যাটিংয়ে নামা ৫ ব্যাটারের সবাই ব্যাট করেছেন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
পার্থ/সালমান/