ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব!

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম
দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব!
ছবি : সংগৃহীত

ভারতে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে বিদায় বলবেন। সে সময় বেশ কঠিন একটি শর্তই জুড়ে দেন তিনি। জানান, দেশে টেস্ট খেলার পাশাপাশি প্রয়োজনে খেলা শেষে দেশ ছাড়তে পারবেন- এমন নিশ্চয়তা চান। তবে তার ওই কথায় সাড়া দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার অবশ্য সুর বদলে গেছে- সাকিব দেশে ফিরে টেস্ট খেলবেন এমন সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি। এর আগে দুবাইয়ে একই সুরে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

গতকাল ১৪তম বোর্ডসভা শেষে সাকিব ইস্যুতে খানিকটা নরম সুরে কথা বলেন ফারুক আহমেদ। তিনি জানান, দেশে ফিরে অবসর নিতে পারেন সাকিব। ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’ তবে ব্যাপারটা এখনো সরকারের ওপর নির্ভর করছে বলে জানান। তার কথায়, ‘আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, প্রধান উপদেষ্টা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার।’

বিসিবির ভেতরে সাকিবকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে ফারুক বলেন, ‘আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।’

এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে খানিকটা নরম সুরে কথা বলা বিসিবি সভাপতি অবশ্য আগের বার কথা বলেছেন অনেকটা কঠিন সুরে। সেবার পুরো বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়ে জানান, নিরাপত্তা তারা দিতে পারবেন না। পাশাপাশি একই সুরে কথা বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা তারা দিতে পারবেন না। তবে দুবাইয়ে সাকিবের নিরাপত্তা ইস্যুতে নরম সুরে কথা বলেন আসিফ। সেখানে তিনি বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’ এবার সেই সুরে কথা বললেন ফারুক।

সাকিবের নিরাপত্তা ইস্যু ছাড়াও কথা বলেন গ্লোবাল সুপার লিগে বিপিএল চ্যাম্পিয়নদের খেলার ব্যাপারে। ৫ দলের এই টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। তারা অংশ নিতে অপরাগতা প্রকাশ করায় বিপিএলের সেরা চারে থাকা রংপুর রাইডার্স খেলবে ওই টুর্নামেন্টে। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ফরচুন বরিশাল অপারগতা প্রকাশ করায় সুযোগ ছিল ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে। কিন্তু আসন্ন বিপিএলে তারা না থাকায় সুযোগ পাচ্ছে রংপুর। টুর্নামেন্টটি আয়োজন করা হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়।

এ ছাড়া আলোচনা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া পরিচালকদের ভবিষ্যৎ নিয়ে। টানা তিন বোর্ড সভায় তারা অনুপস্থিত থাকায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তারা পরিচালক পদ থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দিন কয়েকর মধ্যে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান। অনুপস্থিত পরিচালকদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়নি গতকালের বোর্ড সভায়। তবে বর্তমানে উপস্থিত থাকা বোর্ড পরিচালকরা একাধিক স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পালন করছেন বলে জানান।

গতকালের বোর্ড সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিরিজ অনুমোদন করেছে বিসিবি। পাশাপাশি ২০২৫-২৮ সাল পর্যন্ত ‘এ’ দলের ভবিষ্যৎ সফরসূচির চূড়ান্ত অনুমোদন করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বিসিবি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:১০ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বিসিবি

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে খেলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১০ নভম্বর) রাতে ১৫ সদ্যস্যের দল প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার নাইম হাসান এবং পেসার খালেদ আহমেদ। ইনজুরির কারণে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। আফগানদের বিপক্ষে আঘাত পেয়েছেন তিনি। তাদের পরিবর্তে ডাক পড়েছে- লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর। ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ম্যাচ দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ক্যারিবীয় সফরে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টিম টাইগার্স। সাদা বলের স্কোয়াড এখনো ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম-আশরাফুল
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে তামিম ও আশরাফুল।ছবি:সংগৃহীত

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল।

রবিবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের উপদেষ্টা আমিনুল হক। বগুড়ার মাঠে হেলিকপ্টারে করে পৌঁছায় তামিম ও আশরাফুল। তাদের ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উন্মাদনা।

২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা হবে দেশের ১০ ভেন্যুতে। বগুড়ার পাশাপাশি ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও আছে ভেন্যুর তালিকায়।

ঢাকার ভেন্যু নির্ধারণ করা হয়েছে সিটি ক্লাব মাঠ। রবিবার বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা দলগুলোর সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। প্রথম পর্ব থেকে মূল পর্বে জায়গা পাবে ১০টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

চোটে ছিটকে গেলেন দুই ব্রাজিলিয়ান

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
চোটে ছিটকে গেলেন দুই ব্রাজিলিয়ান
ছবি : সংগৃহীত

ব্যালন ডি’অরের আক্ষেপ ভুলে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। দারুণ এই জয়েও দুশ্চিন্তা বেড়েছে ক্লাবটির। 

একাদশের দুই ফুটবলার পড়েছেন চোটে। ফলে জয়ের আনন্দ অনেকখানি ম্লান হয়ে গেছে তাদের। 

ম্যাচে রিয়াল প্রথম ধাক্কা খায় ২০ মিনিটের সময়। চোট কাটিয়ে মাঠে ফিরে ফের চোটে পড়েছেন রদ্রিগো। পরে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় ব্রাহিম দিয়াজকে। 

এর ঠিক ১০ মিনিট পর ম্যাচের ৩০ মিনিটে আরেকবার ধাক্কা খায় রিয়াল। তবে এবারের ধাক্কাটি ছিল গুরুতর রিয়ালের জন্য। এডার মিলিতা স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডান হাঁটুতে চোট পেয়ে। 

ম্যাচ শেষে ক্লাবের সূত্র অনুযায়ী জানা গেছে, আরেকবার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

গেল বছর বাম হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন ২৩২ দিন। ফলে পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন তিনি। 

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মিলিতার সুস্থ হতে ৯ মাসের মতো সময় লাগতে পারে। যা নিশ্চিত করে যে এই মৌসুমেও আর ফেরা হচ্ছে না এই সেন্টার ব্যাকের। 

এই দুই খেলোয়াড়ের চোট ব্রাজিলের জন্যেও দুঃখের খবর। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই দুজনই। চোটে পড়ে ছিটকে যাওয়ায় এই দুইজনের পরিবর্তে আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ। 

সাংবাদিকদের যে অনুরোধ করলেন সালাউদ্দিন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
সাংবাদিকদের যে অনুরোধ করলেন সালাউদ্দিন
ছবি : সংগৃহীত

চলতি বছর জাকের আলী অনিকের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন – কালো বলেই তার দিকে নজর পড়ে না কারো। তার এই মন্তব্য তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

গতকাল জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে জাকের আলীর। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদেও যোগ দিয়েছেন জাকেরের গুরু সালাউদ্দিন। গতকাল অভিষেকে ২৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের। 

আজ (১০ নভেম্বর) কোচ সালাউদ্দিন মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাকে প্রশ্ন করা হয় জাকেরের পারফরম্যান্স নিয়ে। এসময় তিনি সাংবাদিকদের অনুরোধ করে তিনি বলেন, ‘দেখুন আপনাদের একটা অনুরোধ করব। আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে খুব তাড়াতাড়ি ভিলেনও বানাইয়েন না।’ 

লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে জাকের জাতীয় দলে এসেছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মাঝে আসে, অনেক পারফর্ম করে দলে আসে। সংগ্রাম করে আসে। আন্তর্জাতিক ম্যাচে এসে অনেকের হয়ত কিছু ম্যাচ লেগে যায় সফল হতে। কেউ হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে দেন, আবার দুই ম্যাচে রান না করলে ভিলেন বানিয়ে দেন।’

একজন ক্রিকেটার দেশের সামনে হিরো বা ভিলেন হওয়ার পেছনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনাদের এখানে ভূমিকা আছে। কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানিয়েন না। ছেলেদের একটু সময় দেন। বিশেষ করে নতুন যারা আসে। আমার মনে হয় তখন তাদের জন্য সুবিধা হবে। চাপ অনেকে নিতে পারে না। সবার তো মানসিকতা এক না।’

২২ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
২২ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের
ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নতুন অধিনায়কের নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রথম ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পর তৃতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে মোহাম্মদ রিজওয়ানের অভিষেক সিরিজ ২-১ ব্যবধানে জয় করে দারুণভাবে রাঙালো পাকিস্তান। 

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ২২ বছরের খরা কাটিয়েছে পাকিস্তান। সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

রবিবার (১০ নভেম্বর) পাকিস্তানের বোলারদের তোপে মাত্র ১৪০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মামুলি এই লক্ষ্য দাপুটে ব্যাটিং করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান মাত্র ২৬.৫ ওভারেই। 

১৪১ রানের লক্ষ্যে মাঠে নেমে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। মরিসের বলে তাকেই ক্যাচ দিয়ে ৩৭ রান করে আউট হন আব্দুল্লাহ। সেই ওভারের শেষ বলেই মরিস বোল্ড করেন সাইম আইয়ুকে। ৪২ রান করে সাইম আউট হলে ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। 

পরপর দুই উইকেট হারিয়েও জয় পেতে বেগ পেতে হয়নি পাকিস্তানের। সাবেক অধিনায়ক বাবর আজম ও নবনিযুক্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৫৮ রানের জুটিতে ২২ বছরের খরা কাটয়ে ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ নেয় পাকিস্তান। 

বাবর আজম ২৮ এবং মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন ৩০ রানে। ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজজুড়ে ১০ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।