ভারতে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে বিদায় বলবেন। সে সময় বেশ কঠিন একটি শর্তই জুড়ে দেন তিনি। জানান, দেশে টেস্ট খেলার পাশাপাশি প্রয়োজনে খেলা শেষে দেশ ছাড়তে পারবেন- এমন নিশ্চয়তা চান। তবে তার ওই কথায় সাড়া দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার অবশ্য সুর বদলে গেছে- সাকিব দেশে ফিরে টেস্ট খেলবেন এমন সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি। এর আগে দুবাইয়ে একই সুরে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
গতকাল ১৪তম বোর্ডসভা শেষে সাকিব ইস্যুতে খানিকটা নরম সুরে কথা বলেন ফারুক আহমেদ। তিনি জানান, দেশে ফিরে অবসর নিতে পারেন সাকিব। ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’ তবে ব্যাপারটা এখনো সরকারের ওপর নির্ভর করছে বলে জানান। তার কথায়, ‘আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, প্রধান উপদেষ্টা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার।’
বিসিবির ভেতরে সাকিবকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে ফারুক বলেন, ‘আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে খানিকটা নরম সুরে কথা বলা বিসিবি সভাপতি অবশ্য আগের বার কথা বলেছেন অনেকটা কঠিন সুরে। সেবার পুরো বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়ে জানান, নিরাপত্তা তারা দিতে পারবেন না। পাশাপাশি একই সুরে কথা বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা তারা দিতে পারবেন না। তবে দুবাইয়ে সাকিবের নিরাপত্তা ইস্যুতে নরম সুরে কথা বলেন আসিফ। সেখানে তিনি বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’ এবার সেই সুরে কথা বললেন ফারুক।
সাকিবের নিরাপত্তা ইস্যু ছাড়াও কথা বলেন গ্লোবাল সুপার লিগে বিপিএল চ্যাম্পিয়নদের খেলার ব্যাপারে। ৫ দলের এই টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। তারা অংশ নিতে অপরাগতা প্রকাশ করায় বিপিএলের সেরা চারে থাকা রংপুর রাইডার্স খেলবে ওই টুর্নামেন্টে। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ফরচুন বরিশাল অপারগতা প্রকাশ করায় সুযোগ ছিল ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে। কিন্তু আসন্ন বিপিএলে তারা না থাকায় সুযোগ পাচ্ছে রংপুর। টুর্নামেন্টটি আয়োজন করা হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়।
এ ছাড়া আলোচনা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া পরিচালকদের ভবিষ্যৎ নিয়ে। টানা তিন বোর্ড সভায় তারা অনুপস্থিত থাকায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তারা পরিচালক পদ থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দিন কয়েকর মধ্যে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান। অনুপস্থিত পরিচালকদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়নি গতকালের বোর্ড সভায়। তবে বর্তমানে উপস্থিত থাকা বোর্ড পরিচালকরা একাধিক স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পালন করছেন বলে জানান।
গতকালের বোর্ড সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিরিজ অনুমোদন করেছে বিসিবি। পাশাপাশি ২০২৫-২৮ সাল পর্যন্ত ‘এ’ দলের ভবিষ্যৎ সফরসূচির চূড়ান্ত অনুমোদন করেছে।