এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে আল নাসর। বর্তমান চ্যাম্পিয়নদের জালে ৫ গোল দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
মঙ্গলবার (৬ নভেম্বর) ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল আইনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আল নাসর।
সবশেষ মৌসুমে এই আল আইনের কাছে হেরেই আসর থেকে বাদ পড়তে হয়েছিল আল নাসরকে। তাই বড় ব্যবধানে পাওয়া এই জয় আল নাসরের কাছে প্রতিশোধও বটে।
এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে আল নাসর। ৪ ম্যাচে রোনালদোদের পয়েন্ট এখন ১০।
ক্রিস্টিয়ানো রোনালদোরা এই জয়ে তিনে উঠলেও আল আইন চলে গেছে টেবিলের ১২তম স্থানে। ফলে অনিশ্চয়তায় চলে গেছে আল আইনের শেষ ষোলোতে উত্তীর্ণ হওয়ায়।
৫-১ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন অ্যান্ডারসন টেলিস্কা। ম্যাচের ৫ ও ৯৪ মিনিটে গোলের দেখা পান তিনি। পর্তুগীজ তারকা রোনালদো গোল করেন ৩১ মিনিটে।
৩৭ মিনিটে আল নাসরকে আত্মঘাতী গোল উপহার দেন আল আইন। আল আইনের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন ওয়েসলি রিভেইরো।
আত্মঘাতী গোল করেছেন আল নাসরের খেলোয়াড়রাও। ৫৬ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জমা করেন আল নাসরের বেন্টো ৫৬ মিনিটে।