ঢাকা ১৮ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
English

নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচ মাঠে নামা হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দলে ফিরেছেন বিশ্বকাপ ও কোপাজয়ী এই গোলকিপার। ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।

সদ্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া। গোলকিপার মার্তিনেজের অ্যাস্টন ভিলার সতীর্থ। বর্তমানে এই তরুণ মিডফিল্ডার ধারে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

চলতি মাসের ১৫ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর ঠিক ৪ দিন পর ঘরের মাঠ রাজধানী বুয়েন্স এইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি মার্তিনেজের। মূলত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

মার্টিনেজের মতো এই দুই ম্যাচে দলে ফিরেছেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে গেল মাসের অক্টোবর মাসের ম্যাচগুলো মিস করেছিলেন তিনি। 

এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে আলবিসেলেস্তাদের পয়েন্ট ২২। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেসেচিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্টিনেজ।

প্রথমবার যুব হকির বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
প্রথমবার যুব হকির বিশ্বকাপে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

আম্পায়ারের শেষ বাঁশি বাজতেই বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ওমান এর মাসকটে যুব এশিয়া কাপে কপিতে থাইল্যান্ডকে ৭-২ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল জায়গা করে নিয়েছে যুব বিশ্বকাপে। বাংলাদেশের হকির ইতিহাসে যা কিনা প্রথম বিশ্বকাপ। 

আগামী বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে সেই বিশ্বকাপের আসর। স্বাগতিক হওয়ার সরাসরি খেলবে ভারত। বাকি ছয় দেশের জায়গা হবে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ তৃতীয় হওয়া বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল থাইল্যান্ডের। যারা কিনা ‘এ’ গ্রুপের চতুর্থ দল। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল দুই দল। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে। 

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল বরাবরই শক্তিশালী। জাতীয় দল কিংবা যুব, দুইদিকেই সবসময় থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে এসেছে হকিতে। আজ জিতলেই নিশ্চিত হয়ে যেত বিশ্বকাপ। এমন ম্যাচে সাবলিল খেলাই খেলেছে বাংলাদেশের যুবারা। চাপমুক্ত খেলে কাঙ্ক্ষিত জয়ের দেখাও পেয়েছে মওদুদুর রহমানের শিষ্যরা।

বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় জয়ের হিটে তৃতীয় মিনিটে। এর মিনিট তিনেক পর পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুণ হয় আমিরুল ইসলাম। আব্দুল্লাহ দ্বিতীয় কোয়ার্টারের করেন আরেকটি গোল। থাইল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে। 

রিভার্স হিটে তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপর খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আবারও গোল করলে প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। এরপর চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ নিজের দ্বিতীয় গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। থাইল্যান্ড শেষ কোয়ার্টারে আরেকটি গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বকাপে পা দেওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশ খেলেছে দারুণ। স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছিল নিজেদের যাত্রা। তবে পরের ম্যাচেই পরাশক্তি পাকিস্তানের সামনে দিশেহারা হয় বাংলাদেশ ৬-০ ব্যবধানে হেরে। সেখান থেকে ভালো প্রত্যাবর্তন করে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ জিততে না পারলেও মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে নিজেদের টিকিয়ে রাখে।

চীনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নাটকীয় ড্র হয়। এই ম্যাচের কল্যাণেই গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশ। আর তাতেই থাইল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার সমীকরণ দাঁড়ায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশের আগামী দিনের হকির প্রতিনিধিরা।  

আবারও নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
আবারও নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ
ছবি : সংগৃহীত

জ্যামাইকা টেস্টে ১৮ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। তরুণ এই পেসারের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফারে জয়ের ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ দিন শেষ করেছে ২১১ রান লিড দাঁড় করিয়ে। তার গতিতেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে একের পর এক গতির ডেলিভারিতে ভুগিয়েছেন উইন্ডিজ ব্যাটারদের। গতির পাশাপাশি ছিল দারুণ বাউন্সও। ১৫০ এর বেশি গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

সবশেষ আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অভিষেক হয় নাহিদ রানার। সেই ম্যাচে গতির ঝড় তুলে ১০ ওভারে ৪০ রান খরচায় শিকার করেছিলেন ২ উইকেট। দল হারলেও উইন্ডিজ কিংবদন্তী ইয়ান বিশপের প্রশংসা কুড়িয়েছিলেন নাহিদ। 

এবার বিশপের দেশ উইন্ডিজে গিয়েও দারুণ পারফরম্যান্স করলেন নাহিদ। ধারাভাষ্যকক্ষে বসে বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং দারুণ উপভোগ করেছেন বিশপ। তাই পুনরায় প্রশংসা করেছেন ২২ বছর বয়সী এই পেসারের।

এক্সে নাহিদ রানার প্রশংসা করে বিশপ লিখেছেন, ‘ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচে হতাশ করেননি নাহিদ রানা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে রানা।’

তার বোলিং তোপেই তৃতীয় দিনে স্বাগতিকরা মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যাওয়ায় নাটকীয়ভাবে বাংলাদেশ পেয়ে গেছে ১৮ রানের লিড। ক্রেইগ ব্রাথওয়েট, মিকাইল লুইস, কাভেম হজ, আলজারি জোসেফ ও কেমার রোচের উইকেট শিকার করেন রানা।

মাঠ বিতর্ককে সঙ্গী করেই আজ শুরু ফেড কাপ

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
মাঠ বিতর্ককে সঙ্গী করেই আজ শুরু ফেড কাপ
ছবি : সংগৃহীত
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুটাই হয়েছে মাঠ বিতর্ককে সঙ্গী করে। ঢাকার বাইরের ভেন্যুগুলো একেবারেই অপ্রস্তুত। মৌসুম শুরুর সময় দেড় মাস পিছিয়ে দিয়েও যা প্রস্তুতি করা যায়নি। গত শুক্রবার থেকে অপ্রস্তুত মাঠেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এই মাঠ বিতর্ককে সঙ্গী করেই আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল।
 
গত শুক্রবার ও শনিবার মোট তিনটি ভেন্যু কিংস অ্যারেনা, মুন্সীগঞ্জ ও গাজীপুরে প্রিমিয়ার লিগের ৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ ও গাজীপুরের ভেন্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এই মৌসুমে ভেন্যুর তালিকায় আরও রয়েছে কুমিল্লা ও ময়মনসিংহ। আজ এই দুই ভেন্যুতেই ফেডারেশন কাপের দুটি খেলা অনুষ্ঠিত হবে।
 
কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন ও ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে বেলা আড়াইটায়।
 
কুমিল্লার অপ্রস্তুত ভেন্যু বাফুফেকে বেশ জটিলতাতেই ফেলেছে। শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সম্প্রতি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলেছে। পিচ সরানোর কাজ ধরা হয় গতকাল। বাফুফে কিংস-বাদার্স ম্যাচ ময়মনসিংহে নিয়ে পুলিশ-ফর্টিস ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনাতে করতে চেয়েছিল বলে জানা গেছে। কিন্তু বাদার্স এতে রাজি হয়নি। 

প্রায় ৩ লাখ ডলার দাম ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
প্রায় ৩ লাখ ডলার দাম ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন
ছবি : সংগৃহীত

টেস্ট ক্যাপের মূল্য বরাবরই যেকোনো ক্রিকেটারের কাছে অনেকবেশি। পরম আরাধ্য এই টেস্ট মাথায় নেওয়ার স্বপ্ন থাকে সকল ক্রিকেটারেরই। আর তা যদি হয় অস্ট্রেলিয়ার ‘ব্যাগি গ্রিন’ তাহলে তো আর কথাই নেই। অজিদের কাছে যা কিনা মহামূল্যবান ও সম্মানের বস্তু।

বিশেষ করে সেই টুপি যদি হয় সর্বকালের সেরা স্যার ডন ব্র্যাডম্যানের, তবে তার দাম তো আকাশচুম্বি হবেই। সেই কিংবদন্তীর একটি ক্যাপ তোলা হচ্ছে নিলামে। তার ক্রিকেট ক্যারিয়ারে ভারত সফরে পরা একটি নিলামে উঠতে যাচ্ছে। যার দাম ২ লাখ ৬০ হাজার ডলার উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নিলামে উঠতে যাওয়া টুপিটি স্যার ডন অস্ট্রেলিয়া টেস্ট দলের হয়ে ভারত সফরে পরেছিলেন ১৯৪৭-৪৮ সালে। ভারত তখন মাত্রই স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতে টেস্ট সিরিজ খেলতে যায় অজিরা। যেই সিরিজে ১৭৮.৭৮ গড়ে ৬ ইনিংসে ব্র্যাডম্যান করেছিলেন ৭১৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ডাবল সেঞ্চুরিও। 

না ফেরার দেশে চলে যাওয়া ডনের সেই ব্যাগি গ্রিনের রঙ ফিকে হয়ে গেলেও গুরুত্ব যে এখনও কমেনি তা তো দাম অনুমান দেখেই বুঝা যাচ্ছে। পুরোনো জিনিসপত্র জমিয়ে রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এগুলো খুবই গুরুত্ব বহন করে। টুপিটি নিলামে তুলতে যাচ্ছে ‘বোনহ্যামস’ সংস্থা। 

আগেও অবশ্য ডনের একটি টুপি নিলামে উঠেছিল। ২০২০ সালে ২ লাখ ৯০ হাজার ডলারে ১৯২৮ সালে তার অভিষিক্ত ‘ব্যাগি গ্রিন’টি বিক্রি হয়েছিল। তবে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। তার একটি টুপি ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে উইন্ডিজের পূর্ণশক্তির দল

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে উইন্ডিজের পূর্ণশক্তির দল
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করার কয়েক ঘন্টা পর দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও। বেশ কয়েকজন নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের স্কোয়াডে জায়গা না পেলেও শক্তিশালী দল দিয়েছে উইন্ডিজ। 

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক শাই হোপ। 

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল ক্যারিবীয়রা। সেই সিরিজ থেকে দুটি পরিবর্তন এনে সাজানো হয়েছে বাংলাদেশ সিরিজের দল।

হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর পরিবর্তে দলে এসেছেন জাস্টিন গ্রিভস ও আমির জাঙ্গু। 

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি উইকেটকিপার ব্যাটার আমির। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলঃ শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড