প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটির বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত অবহিত করেন আয়োজকরা। টুর্নামেন্টটির নাম হবে- ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’, যা শুরু হবে ১০ নভেম্বর।
বিএনপির সাংগঠনিক ১০টি বিভাগ- রাজশাহী, ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও সিলেট। এই ১০টি বিভাগের লাল ও সবুজ নামে দুটি করে দল টুর্নামেন্টের প্রথম পর্বে অংশ নেবে।
প্রতিটি বিভাগের দুটি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। ১০ ম্যাচের ১০ জয়ী দল উঠে আসবে মূল পর্বে। তাদের সঙ্গে যোগ হবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। সবমিলিয়ে ২২টি দলের অংশ গ্রহণ থাকবে প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতায় অনেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা খেলবেন বলে জানিয়েছেন আয়োজকরা। ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের দুই দল রাজশাহী লাল ও রাজশাহী সবুজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
বিভাগীয় পর্যায়ের খেলাগুলো বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে হলেও ১৬ জানুয়ারি থেকে মূল পর্ব হবে ঢাকায়। ফাইনাল হবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি।
ফাইনাল ম্যাচটি বিসিবির সহযোগিতায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করা যাবে বলে আশাবাদী আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা। উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। যিনি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক।
সংবাদসম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোরার্স ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেট সংগঠক তারিকুল ইসলামসহ অনেকেই।