অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাকি তিন দল আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। এ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৯ নভেম্বর থেকে। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে দুবাই।
‘বি’ গ্রুপের চার দল মাঠে নামবে ৩০ নভেম্বর। দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। শারজাহতে খেলবে জাপান ও আরব আমিরাত। ৬ ডিসেম্বর একই সময়ে হবে দুটি সেমি-ফাইনাল; একটি দুবাইয়ে, অন্যটি শারজাহতে। একদিন পর দুবাইয়ে হবে ফাইনাল।