নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (৮ নভেম্বর) ভোর থেকে আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ থেকে দৌড় শুরু হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ভোর পৌনে পাঁচটায় দিকে উপজেলা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায়, নরসিংদীর রায়পুরাকে সারাদেশসহ বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে ও নাগরিকদের সুস্থভাবে জীবনযাপনের জন্য এ আয়োজন। ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে এক'শ দৌড়বিদ, ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে এবং ১০ কিলোমিটার প্রতিযোগিতায় ৩ শত দৌড়বিদ অংশ গ্রহণ করেন।
একজন দৌড়বিদ বলেন, সুস্থ থাকার জন্য দৌড়াই, দৌড়ানোর কারণে এখন অনেক সুস্থ আছি। খবর পেলেই আমরা বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ গ্রহণ করে আসছি। রায়পুরায় গ্রামীণ পরিবেশে ম্যারাথন আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আয়োজক কমিটিকে ধন্যবাদ।
আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এখন তরুণরা সকালবেলায় হাঁটতে চায় না, রাস্তায় দেখা যায় শুধু বয়স্ক লোকজন হাঁটাহাঁটি করে। সত্যি এ ম্যারাথন দৌড়ে রানারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আমি মুগ্ধ ।
শাওন/ নাবিল/এমএ