ঢাকা ২৩ অগ্রহায়ণ ১৪৩১, রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ‘রায়পুরা ম্যারাথন’ অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
নরসিংদীতে ‘রায়পুরা ম্যারাথন’ অনুষ্ঠিত
'রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (৮ নভেম্বর) ভোর থেকে আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ থেকে দৌড় শুরু হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ভোর পৌনে পাঁচটায় দিকে উপজেলা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতারা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায়, নরসিংদীর রায়পুরাকে সারাদেশসহ বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে ও নাগরিকদের সুস্থভাবে জীবনযাপনের জন্য এ আয়োজন। ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে এক'শ দৌড়বিদ, ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে এবং ১০ কিলোমিটার প্রতিযোগিতায় ৩ শত দৌড়বিদ অংশ গ্রহণ করেন।

একজন দৌড়বিদ বলেন, সুস্থ থাকার জন্য দৌড়াই, দৌড়ানোর কারণে এখন অনেক সুস্থ আছি। খবর পেলেই আমরা বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ গ্রহণ করে আসছি। রায়পুরায় গ্রামীণ পরিবেশে ম্যারাথন আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আয়োজক কমিটিকে ধন্যবাদ।

আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এখন তরুণরা সকালবেলায় হাঁটতে চায় না, রাস্তায় দেখা যায় শুধু বয়স্ক লোকজন হাঁটাহাঁটি করে। সত্যি এ ম্যারাথন দৌড়ে রানারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আমি মুগ্ধ ।

 শাওন/ নাবিল/এমএ

ফ্যাবের সংবর্ধনায় সিক্ত মনি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
ফ্যাবের সংবর্ধনায় সিক্ত মনি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় সাইফুর রহমান মনিকে সংবর্ধনা দিয়েছে ফ্যাব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় সাইফুর রহমান মনিকে সংবর্ধনা দিয়েছে ফুটবর্লাস অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (ফ্যাব)।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। একঝাঁক সাবেক ফুটবলারের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণিল হয়ে উঠে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ আহমেদ নকিব, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলির মতো ফুটবল তারকারা উপস্থিত ছিলেন এতে। 
ছিলেন সাবেক ফুটবলার ও বাফুফের সদস্য গোলাম গাউস, ইকবাল হোসেন, সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, মঞ্জুরুল করিম, কামরুল হাসানসহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই। সব মিলিয়ে অনুষ্ঠানটি ফুটবলার ও সংগঠকদের মিলন মেলায় পরিণত হয়েছিল।

গত অক্টোবরে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে মনিকে কঠিন পরীক্ষা দিতে হয়। তিনি ও মো. এখলাছ উদ্দীন সমান ৬১টি করে ভোট পেয়ে ১৫তম সদস্য হওয়ার জন্য অপেক্ষায় থাকেন। গত ৩০ নভেম্বর তাদের দুজনের মধ্যে পুনঃভোট অনুষ্ঠিত হয়। এতে এখলাছ উদ্দীনকে ৫৬-৫১ ভোটে হারান মনি।

বর্তমানে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে থাকা মনি আগেও দুইবার বাফুফে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট যুদ্ধে অংশ নিয়ে জয়ী হয়েছেন। তাইতো এই লড়াইয়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে উঠেন মনি। বলেন, ‘এই জার্নি এতো সহজ ছিল না। আমি খালি পকেটে নির্বাচন শুরু করি। কারণ আমার বিশ্বাস ছিল, যারা ডেলিগেটেড আছে, তাদের সঙ্গে আমার ১২ বছরের সম্পর্ক। উনারা নিশ্চয়ই আমার ওপর আস্থা রাখবেন। কিন্তু দুর্ভাগ্যবশত পরিবেশ-পরিস্থিতি এমন ছিল, আমার নির্বাচন করাটাই অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল।’

মনি বলে যান, ‘এর মধ্যেই আমি চেষ্টা করেছি, নির্বাচনটা যেন করতে পারি। এখানে উপস্থিত মঞ্জু ভাই, শাহিন ভাই, হিল্টন ভাই, ইকবাল ভাই, গাউস ভাই। উনারা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। আমি যতই ধন্যবাদ দেই বা কৃতজ্ঞতা প্রকাশ করি, এটা উনাদের ছোট করা হবে। আমি সারা জীবন মনে রাখবো যে আমি তাদের কারণে এই জায়গায় আসতে পেরেছি। আমি মনে করি না এটা শুধু আমার জয়। এটা সমগ্র ফুটবলের জয়।’

বিকেএসপির সাবেক ছাত্রদের মধ্যে মনিই প্রথম বাফুফে সদস্য নির্বাচিত হয়েছেন। সেটাও অনেক বারের প্রচেষ্টায়। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল তার বক্তৃতায় মনিকে যোদ্ধা বলে অবিহিত করে বলেন, ‘মনি ভাই সত্যি যোদ্ধা। ফুটবলে দেখবেন অনেক দল হারতে হারতে একটা পর্যায়ে ঘুরে দাঁড়ায়। মনি ভাই ঠিক তেমনই হাল না ছেড়ে লড়াই করে গেছেন এবং শেষ পর্যন্ত জয়ী হয়ে ছেড়েছেন।’

ফ্যাবের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘১৯৮৬ সাল থেকে আজকে ২০২৪, বিকেএসপি থেকে মনির আগে কোনো ক্যাডেট এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হতে পারেননি। মনি একমাত্র ব্যক্তি যিনি, এটার সঙ্গে যুক্ত হতে পেরেছেন। মনিকে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেরাও খুব খুশি। ফ্যাবের সদস্যরা এবং বাফুফের সদস্যরা যারা এসেছেন, এই যে একটা সেতু বন্ধন, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা এতে খুশি এবং গর্বিত।’

সিরিজ হাতছাড়া মেয়েদের

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
সিরিজ হাতছাড়া মেয়েদের
ছবি: সংগৃহীত

ফরম্যাট বদলেছে, ভেন্যুও। তাতেই যেন বিবর্ণ বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিছুদিন আগেও যারা শাসন করেছে আইরিশ মেয়েদের, তাদের মাথাই এখন নত প্রতিপক্ষের কাছে। সিলেটে টানা দুই ম্যাচ হারে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের হার এসেছে ৪৭ রান ব্যবধানে। প্রথম ম্যাচ হেরেছিল ১২ রানে।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড দল। জবাবে ১৭.১ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট জয় বাংলাদেশ দল। একই ভেন্যুতে আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচেই জয় তুলে আইরিশদের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছিল টাইগ্রেসরা। তারাই এখন ছোট সংস্করণের খেলায় ধবলধোলাই হওয়ার শঙ্কায়। প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করলে আজ বিন্দুমাত্র লড়াই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

লক্ষ্য তাড়ায় মাত্র ২২ রানেই ৪ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার। দুজনের ৩৮ রানের প্রতিরোধ ভাঙতেই ফের ব্যাটিং ধস। মাত্র ১৭ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন শারমিন। দুই অঙ্কের ঘরে পৌঁছানো অপর দুই ব্যাটার হলেন- দিলারা আক্তার (১০) এবং স্বর্ণা (২০)।

৩৩৭ রানে অলআউট অস্ট্রেলিয়ার লিড ১৫৭

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম
৩৩৭ রানে অলআউট অস্ট্রেলিয়ার লিড ১৫৭
ছবি : সংগৃহীত

৩৩৭ রানে অলআউট হয়ে ১৫৭ রানের লিড দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের তৃতীয় ওভারেই অলআউট হয়েছে অজিরা।

ভারত তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হওয়ায় তাদের চেয়ে ১৫৭ রান বেশি করে এগিয়ে আছে অজিরা।

মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ’র দাপুটে বোলিংয়ের পরও প্রায় সাড়ে তিন শ এর কাছাকাছি দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে। দুজনে শিকার করেছেন সমান ৪টি করে উইকেট। 

১৫৭ রানের লিড দাঁড় করালেও এর অধিকাংশ রান এসেছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ট্রাভিস হেডের শতকে। ভারতকে সামনে পেলেই যেন তার ব্যাট হয়ে ওঠে শক্তিশালী। আউট হওয়ার আগে খেলেন ১৪০ রানের অনবদ্য ইনিংস। 

দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেছেন মারনাস লাবুশানে। ৩৯ রান করেছেন নাথান ম্যাকসুয়েনি। উসমান খাজা, ম্যাকসুয়েনি, স্মিথ ও কামিন্সকে শিকার করেন বুমরাহ।

অন্যদিকে, সর্বোচ্চ ১৪০ রান করা ট্রাভিস হেড, ক্যারি, স্টার্ক ও বোল্যান্ডকে ফেরান মোহাম্মদ সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ও নীতিশ রেড্ডি ১টি করে।

ডিএসপি সিরাজের ১৮১ কিলোমিটার গতির বল নিয়ে চলছে চর্চা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
ডিএসপি সিরাজের ১৮১ কিলোমিটার গতির বল নিয়ে চলছে চর্চা
ছবি : সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়ার পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলমান। সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি বলের গতি নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। স্কোরকার্ডের নীচে গতি দেখানো হয়েছে ১৮১.৬ কিলোমিটার।

নেটিজেনদের মধ্যে অনেক আলোচনা হলেও মূলত বেশিরভাগই বিষয়টিকে নিয়ে মেতেছেন কৌতুকে। আদতে ভুলটা করেছে বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিডমিটার। 

প্রযুক্তিগত ভুলের কারণেই সিরাজের সেই বলের গতি দেখিয়েছে ১৮১.৬ কিলোমিটার। সাধারণত মোহাম্মদ সিরাজ ১৪০ এর আশেপাশে এবং এর ওপরে বল করে থাকেন। তার গতি সম্পর্কে সমর্থকদের ধারণা থাকাইয় হয়েছে এমন কৌতুক ও ঠাট্টা। 

আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে অনেকে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’

সিরাজের পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করে অন্য আরেকজন লিখেছেন, ‘একমাত্র ডিএসপি সিরাজই এত জোরে বোলিং করতে পারেন।’ 

সমতা ফেরানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম
সমতা ফেরানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড নারী দল। মুদ্রা নিক্ষেপে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

প্রথম ম্যাচে টস হারলেও জেতার পথে থাকা নিগারের দল হঠাৎ ছন্দপতনে ম্যাচ হেরেছে ১২ রানে। দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সমতা ফেরানোর লড়াই। ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন আইরিশরা।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

বাংলাদেশ দল তিনটি পরিবর্তন এনেছে একাদশে। ঋতু মনি ও ফারিহা তৃষ্ণার পরিবর্তে একাদশে এসেছেন ফাহিমা খাতুন ও সাজেদা আক্তার মেঘলা।

অন্যদিকে, দুটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। উনা রেমন্ড-হোয়ে ও আভা ক্যানিংয়ের পরিবর্তে একাদশে এসেছেন রেবেকা স্টকেল ও আলনা ড্যালজেল।

বাংলাদেশ একাদশ

দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, সাজেদা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদোস।

আয়ারল্যান্ড একাদশ

গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার (উইকেটকিপার), ওর্লা প্রেন্ডারগাস্ট, লিয়াহ পাল, লোরা ডেলানি, রেবেকা স্টকেল, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আলনা ড্যালজেল, ফ্রেয়া সার্গেন্ট, অ্যাইমি ম্যাগুইয়ার।