২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ নবী। এবার ওয়ানডে ফরম্যাট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ আফগান অলরাউন্ডার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৫০-ওভারের ক্রিকেট ছাড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান।
এসিবির কর্মকর্তা বলেছেন, ‘নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন এবং তিনি তার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েছেন। কয়েক মাস আগে তিনি আমাকে বলেছিলেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চান। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি যা বুঝতে পেরেছি তা হলো, তিনি তার টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাবেন।’
আফগানিস্তানের প্রথম ওয়ানডে দলে ছিলেন নবী। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙিয়েছিলেন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। ১৬৫ ওয়ানডেতে তার রান ৩ হাজার ৫৪৯, গড় ২৭.৩০। তার নামের পাশে রয়েছে ১৭১ উইকেট।
আফগানদের সবশেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন নবী। তার ৮২ রানের ব্রিলিয়ান্ট ইনিংসে ভর করেই মূলত বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেছিল আফগানিস্তান।