দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে ভারত। সাঞ্জু স্যামসনের শতকে ৬১ রানের ব্যবধানে বড় জয় পায় সফরকারীরা। এই জয়ে উগান্ডাকে টপকে গেছে ভারত।
শুক্রবার (৮ নভেম্বর) ডারবানে আগে ব্যাটিং করতে নেমে স্যামসনের শতকে ২০২ রান তোলে ভারত। জবাব দিতে দক্ষিণ আফ্রিকা ১৪১ রানে অলআউট হয়। ফলে ৬১ রানের জয় পায় স্বাগতিক সফরকারীরা্।
২০২৪ সালে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত জয় পেয়েছে ২২টি। সবমিলিয়ে ২৩ ম্যাচ খেলে হেরেছে মাত্র ১ ম্যাচে। সেই ম্যাচটি ভারত হারে জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের ম্যাচ জয়ের হার ৯৫.৬ শতাংশ। যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।
এর আগে, গেল বছর ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে উগান্ডা জয় পায় ২৯টিতে। তাদের জয়ের হার ছিল ৮৭.৯ শতাংশ। চলতি বছর জয়ের শতাংশের দিক দিয়ে উগান্ডাকে টপকে গেছে ভারত। এই বছর সব ভারত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আর মাত্র ৩টি।
২০২২ সালে ২৮ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল ভারত। তখন এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড তাদেরই দখলে ছিল।