সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জাকেল আলী অনিক। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তার। এছাড়ার একাদশে আছে আরও একটি পরিবর্তন। রিশাদ হোসেনের জায়গায় ওয়ানডে বিশ্বকাপের পর একাদশে এসেছেন নাসুম আহমেদ।
সিরিজের প্রথম ম্যাচে রহস্য স্পিনার গজনফরের ঘূর্ণিতে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আগের ম্যাচের ভুলগুলো যাতে করে এই ম্যাচে না হয়, সেদিকে লক্ষ্য রেখে ভালো করার প্রত্যয় বাংলাদেশের মাঝে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, গজনফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকি।