ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম
জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত
ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জিতে সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। সিরিজে সমতা টানার ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

জেতা ম্যাচের সেরা খেলোয়াড় হয়েও নিজের খেলা নিয়ে খুশি নন শান্ত। এমনটা জানিয়েছেন তিনি ম্যাচশেষে।

শারজার উইকেটে থিতু হয়েও আউট হয়েছেন শতক তুলতে না পেরে। থিতু হওয়ার পর ইনিংসটা আরও লম্বা হওয়া উচিত ছিল বলে নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি খুব একটা খুশি নই। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন। আমার আরেকটু লম্বা ইনিংস খেলা উচিত ছিল। তবে আমি যেভাবে শুরু করেছি, সেটা নিয়ে খুশি।’

ব্যাটিং ধসে প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে ৬৮ রানের জয়ে। এই জয়ে দারুণ পারফরম্যান্স করেছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘যেভাবে মিরাজ ও নাসুম বোলিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হয়। তাসকিন ভালো শুরু এনে দিয়েছে গুরবাজকে আউট করে। সে আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। সব মিলিয়ে বোলাররা খুব ভালো করেছে। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রে যা চাচ্ছিলাম, যে এনার্জিটা চাচ্ছিলাম, সেটা আজ পেয়েছি। সেদিক থেকে আমি খুবই খুশি।’

মুশফিকুর রহিমের চোটে জাতীয় দলে অভিষেক হওয়া জাকের আলি শেষদিকে খেলেছেন ২৭ বলে অপরাজিত ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নাসুমের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। শেষের এই দুটো ইনিংস দলের জয়ে দারুণ অবদান রেখেছে বলে মনে করেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওরা যেভাবে শেষ করেছে, সেটার পর আমরা মোমেন্টামটা পেয়ে গিয়েছি। আমরা জাকের এবং লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে, যেমন নাসুম, ওদের কাছে এটাই চাইব। ওরা আজ যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। আশা করছি, ওরা এভাবেই খেলে যাবে।’

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে ৫ উইকেট ব্যবধানে।

একই ভেন্যুতে আজ সিরিজ বাঁচানোর মিশনে টিম টাইগার্স। দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পেয়েছেন ব্যাটিং।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

তার পরিবর্তে জায়গা হয়েছে আরেক পেসার শরিফুল ইসলামের। ওয়েস্ট ইন্ডিজও উইনিং কম্বিনেশন ভেঙেছে। আলজারি জোসেফের পরিবর্তে একাদশে নিয়েছে মারকুইনো মিন্ডলিকে।

জাতীয় দলের জার্সিতে এটাই প্রথম ওয়ানডে জ্যামাইকান এই পেসারের।

বাংলাদেশ একাদশ

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, সাই হোপ (অধিনায়ক), শেফার্নি রাদারফোর্ড, রস্তন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রায়েভেস, মারকুইনো মিন্ডলি, গুদাকেশ মোতি এবং জেইডেন সিলস।

নাবিল/

২০ রানের আক্ষেপ সালাউদ্দিনের

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
২০ রানের আক্ষেপ সালাউদ্দিনের
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৯৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েও বাংলাদেশকে কেন হারতে হলো এমন প্রশ্ন এসেছিল বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। 

সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন আক্ষেপ করেছেন ২০ রান কম হওয়ার।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’

তবে কিছু রান কম করলেও সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল বলেও মনে করেন সালাউদ্দি, ‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’ 

বিসিবি সভাপতি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। গতকাল অনুশীলনে কোচের সঙ্গে ছিলেন তিনি। নতুন কোচ ও দলের সদস্যদের সঙ্গে কি কথা হলো বোর্ডপ্রধানের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহকারী কোচ বলেন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’ 

মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মিরাজ-মাহমুদউল্লাহ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মিরাজ-মাহমুদউল্লাহ
ছবি : সংগৃহীত

২৯৪ রানের স্কোর দাঁড় করিয়েও ৫ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। সিরিজের প্রথম ম্যাচে জুটি ভাঙতে পারায় এমন পরাজয় হয়েছে বাংলাদেশের। 

এই ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াই বাংলাদেশ দলের জন্য। অন্যদিকে মাইলফলক ছোঁয়ার ম্যাচ হতে পারে এটি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য।

গেল ম্যাচে মিরাজের ব্যাটে এসেছে ৭৪ রানের ইনিংস। যদিও ধীরগতির ইনিংস খেলে সমালোচিত হয়েছিলেন তিনি। তবে দলের সংগ্রহে সন্তুষ্ট ছিলেন অধিনায়ক। সেই ম্যাচে ৭৪ রান করে পেছনে ফেলেছেন অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের ২০১৪ সালে করা ৭২ রান। 

আজ দ্বিতীয় ম্যাচে একটি রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় আছেন তিনি। বল হাতে ৩ উইকেট শিকার করতে পারলে টপকে যাবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তাজা ও উইন্ডিজের কেমার রোচকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমান ৩০টি করে উইকেট আছে মাশরাফি ও রোচের ঝুলিতে। মিরাজের ঝুলিতে ২৭ উইকেট। 

৩ উইকেট পেলে এই তাদের দুইজনকে ধরে ফেলবেন মিরাজ। আর ৪ উইকেট পেলে হবেন সর্বোচ্চ উইকেটশিকারি। মিরাজের অবস্থান এই তালিকায় চারে। তিনে আছেন আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান। তার নামের পাশে ২৮ উইকেট থাকলেও তিনি এই সিরিজে নেই দলের সঙ্গে।

অন্যদিকে, এই ম্যাচে ১টি ছক্কার দরকার আগের ম্যাচে ৩ ছয় হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ ছক্কা রেকর্ড গড়া মাহমুদউল্লাহ রিয়াদের।

এই ম্যাচে ১টি ছক্কা হাঁকাতে পারলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার মালিক হবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ২০টি ছক্কা নিয়ে সেই জায়গা দখল করে রেখেছেন ক্রিস গেইল। আগের ম্যাচে ৩ ছয় হাঁকানো রিয়াদের নামের পাশে এখন ১৯ ছক্কা। আজ একটি ছক্কা হাঁকালেই গেইলের সঙ্গে হবেন যৌথভাবে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।

গতরাতে দেশে ফিরেছেন এশিয়া কাপজয়ী যুবারা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
গতরাতে দেশে ফিরেছেন এশিয়া কাপজয়ী যুবারা
ছবি : সংগৃহীত

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রেখেছে বাংলাদেশের যুবারা। আগেরবার ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারয়েছিল ১৯৫ রানের বিশাল ব্যবধানে। গতরাতে ঢাকায় ফিরেছে যুব এশিয়া কাপজয়ী দলের সদস্যরা।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে সযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা।  

এখনই কোনো সংবর্ধনার আয়োজিত হতে যাচ্ছে না। তাই তাৎক্ষণিকভাবে শিরোপা উদযাপনে ঢাকা বিমানবন্দরেই খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন বিসিবি কর্তারা। 

বর্তমানে বিসিবি সভাপতি অবস্থান করছেন বড়দের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ উপলক্ষে সেখানেই। তিনি দেশে ফেরার পর আয়োজন করা হবে যুবাদের সংবর্ধনা। তবে আজ অনাড়ম্বরভাবে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিসিবি। 

ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

২০২৫ সালও আফগানিস্তানের কোচ থাকবেন ট্রট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম
২০২৫ সালও আফগানিস্তানের কোচ থাকবেন ট্রট
ছবি : সংগৃহীত

সবশেষ দুই আইসিসি আসরে দারুণ পারফরম্যান্স করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৪ ম্যাচ জিতে সম্ভাবনা জাগিয়ে তুলেছিল সেমিফাইনালের। পরে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাক্সওয়েলের ঝড়ে অপ্রত্যাশিত হারে সম্ভব হয়নি শেষ চারে জায়গা করে নেওয়া।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নেয় আইসিসি আসরে তাদের কাঙ্ক্ষিত সেমিফাইনালে। দুই আসরেই তাদের দাপুটে পারফরম্যান্সের কারিগর প্রধান কোচ জোনাথান ট্রট।

তার অধীনে দল দারুণ পারফরম্যান্স করায় তার সঙ্গে চুক্তির মেয়াদ দীর্ঘায়িত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আফানদের কোচ থাকবেন ট্রট।

নতুন চুক্তি অনুযায়ী তার কাজ শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। তবে এই সিরিজে পুরো দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। ওয়ানডে সংস্করণে দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত কারণে থাকছেন না দলের সঙ্গে। বাকি সংস্করণগুলোতে তার পরিবর্তে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন হামিদ হাসান। তার সহকারী হিসেবে কাজ করবেন নওরোজ মঙ্গল।

এর আগে, আফগানিস্তান ক্রিকেটের দায়িত্ব নেন তিনি ২০১৮ সালে ১৮ মাসের জন্য। তার কোচিংয়ে সন্তুষ্ট হয়ে চুক্তি নবায়ন করে এসিবি।

ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৪ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টির মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে।

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });