আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ডিসেম্বরে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। তার ছুটি প্রাথমিকভাবে মঞ্জুরও হয়েছে বলে জানা গেছে।
মূলত সন্তাসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন জাতীয় দলের এই পেস বোলার। এই মুহূর্তে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে।
আগামীকাল সেই সিরিজ শেষ হতে যাচ্ছে। সিরিজ শেষে ১৩ নভেম্বর দেশে ফিরবেন মোস্তাফিজ।
একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মোস্তাফিজের ছুটির আবেদন মঞ্জুর হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।